Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Raveena Tandon in Bengali film

১৫ বছর পর বাংলা ছবিতে রবীনা! গুঞ্জন টলিপাড়ায়, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

বাংলা ছবিতে অভিনয় করতে পারেন রবীনা টন্ডন। সেই ছবির নির্মাতাদের প্রস্তাবে অভিনেত্রী নাকি প্রাথমিক ভাবে সম্মতি জানিয়েছেন।

Makers are trying to get Raveena Tandon on board for the new Bengali film Bansara

অভিনেত্রী রবীনা টন্ডন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ০৮:৫১
Share: Save:

২০১০ সালে মুক্তি পায় রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ ছবিটি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রবীনা টন্ডন। সূত্রের খবর, দীর্ঘ বিরতির পর বাংলা ছবিতে প্রত্যাবর্তন করতে পারেন রবীনা।

এই মুহূর্তে ‘বানসারা’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম। গল্পে পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর। তারই মধ্যে রয়েছে অতিলৌকিক কিছু ঘটনা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। সূত্রের দাবি, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতারা রবীনা টন্ডনকে প্রস্তাব দিয়েছেন। চরিত্রটি নাকি এক জন ক্ষুরধার রাজনীতিকের। শোনা যাচ্ছে, ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। আতিউল বলেন, ‘‘বিষয়টা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। ছবিটা খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রবীনার কথা ভেবেছি।’’ পরিচালক জানালেন রবীনার সঙ্গে তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। ভিডিয়ো কলে এই ছবি নিয়ে দু’পক্ষের আলোচনাও হয়েছে। আতিউলের কথায়, ‘‘চিত্রনাট্য ওঁর পছন্দ হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি রাজি হলে, কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন।’’

সম্প্রতি পুরুলিয়ায় ‘বানসারা’র আউটডোর শেষ হয়েছে। এ বার কলকাতা এবং ঝাড়খণ্ডে শুটিং সারবেন পরিচালক। ফেব্রুয়ারির শেষে কলকাতা অংশের শুটিং শুরু হওয়ার কথা। এখন এই ছবির মাধ্যমে শেষ পর্যন্ত রবীনা বাংলা ছবিতে ফিরে আসবেন কি না, সময়ই তার উত্তর দেবে। পরিচালক জানালেন চলতি বছরের পুজোয় ছবিটি মুক্তি পেতে পারে।

অন্য বিষয়গুলি:

Raveena Tandon Bollywood Actress New Bengali Film Bonny Sengupta Aparajita Auddy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy