Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Ayodhya Ram Mandir

‘রাম’ বিতর্কে ওটিটি থেকে বাদ নয়নতারার ছবি, কী বললেন ক্ষুব্ধ মহেশ ভট্ট?

বিতর্কের জেরে নয়নতারা অভিনীত ‘অন্নপূর্ণী’ ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন বর্ষীয়ান পরিচালক মহেশ ভট্ট।

Mahesh Bhatt reacts to Nayanthara’s Annapoorani controversy

(বাঁ দিকে) মহেশ ভট্ট, নয়নতারা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৪:৪৭
Share: Save:

দক্ষিণী অভিনেত্রী নয়নতারা অভিনীত ‘অন্নপূর্ণী’ ছবিটি সম্প্রতি বিতর্কের জেরে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ‘অন্নপূর্ণী’-র জন্য একের পর এক এফআইআর, হিন্দু সংগঠনের রোষের মুখে মুখে পড়েন শাহরুখের নায়িকা। শেষে তাঁকে সমাজমাধ্যমে ক্ষমা চাইতেও হয়েছে। বিষয়টি নিয়ে বেজায় চটেছেন বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভট্ট।

নয়নতারার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর ছবিতে বেশ কিছু দৃশ্যে নাকি রামকে অপমান করা হয়, এর পর বেশ কিছু দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের রোষের মুখে পড়েন তিনি। একাধিক এফআইআর দায়ের হয় তাঁর নামে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মহেশ বলেন, ‘‘আজকের ডিজিটাল দুনিয়ায় প্রত্যেকেই নিজের মতামত ব্যক্ত করছেন। চলচ্চিত্র নির্মাতারা আগে কখনও এতটা অসহায় ছিলেন না। দুনিয়া কী রকম হবে তা নির্দেশ করাটা অবাস্তব ধারণা।’’ মহেশ মনে করেন, এখন কোনও কিছু দেখার পর দর্শক এতটাই প্রতিক্রিয়াশীল হয়ে পড়ছেন যার ফলে নির্মাতারা সমস্যায় পড়ছেন।

বিভিন্ন সময়ে দেশে সেন্সরবোর্ডের ‘অক্ষমতা’ বা শিল্পের উপর আঘাত প্রসঙ্গে ‘অর্থ’ ছবির পরিচালক মহেশ প্রতিবাদ জানান। ‘অন্নপূর্ণী’ প্রসঙ্গে মহেশ আরও বলেন, ‘‘প্রত্যেক পরিচালক এবং ওটিটি কর্মকর্তাদের নিজস্ব সেন্সরশিপ রয়েছে। কেউই ইচ্ছাকৃত ভাবে কারও ভাবাবেগে আঘাত হানতে চায়না। কিন্তু এই ভাবে তো আমরা ‘সেন্সরশিপ’ পূর্ববর্তী যুগে প্রবেশ করতে চলেছি বলে মনে হচ্ছে।’’

এই ভাবে ক্রমাগত সাবধানে পা ফেলতে ফেলতে নতুন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি এক প্রকার বন্ধ হয়ে যাবে বলেই মনে করেন মহেশ। তাঁর কথায়, ‘‘ধরে নেওয়া যাক সব দাবি মেনে নেওয়া হল। কিন্তু তা হলে তো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীও বড্ড সরল হয়ে যাবে। কিন্তু জীবন তো এত সরল নয়।’’

অন্য বিষয়গুলি:

Mahesh Bhatt Bollywood Director Nayanthara South Indian Actress Controversy Ram Mandir OTT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy