সিরিজের একটি দৃশ্য।
খুন, মৃতদেহ, রহস্য— হঠাৎ করেই বাজারে সাসপেন্সের চাহিদা তুঙ্গে। সে ‘মির্জাপুর’-ই হোক অথবা হালফিলে পাতাললোক। বাংলা ওটিটি প্ল্যাটফর্মেও সেই একই ছবি।
তা এই ক্রাইম জনার-এর বাজারে আরও একটি থ্রিলারের আগমন ঘটতে চলেছে। নাম 'লালবাজার'। শুনেই কেমন রহস্য খেলে যাচ্ছে শরীরে? আরে বাবা, নামের মাহাত্ম্য। কলকাতা মানেই লালবাজার আর লালবাজার মানেই তো একগাদা সাসপেন্স। নিজের শহরের লুকিয়ে থাকা রহস্য-গল্প জানতে কার না ভাল লাগে বলুন তো?
রবীন্দ্র সরোবরে ভেসে উঠছে নাড়িভুড়ি, উত্তর কলকাতার খুন হওয়া লাসের মুখে অন্তর্বাস গুঁজে দিয়ে কারা যেন উধাও হয়ে যাচ্ছে, মুন্সিগঞ্জে এক যৌনকর্মী রহস্যজনক ভাবে মৃত্যু, একই পরিবারের তিন জন একইভাবে খুন...গোটা শহরটাই যেন আস্ত একখানা আন্ডারওয়ার্ল্ডের গুহা।
আর ইঁদুর থাকলে তো গন্ধে গন্ধে বেড়ালও আসবে। অগত্যা আগমন পুলিশ ব্যাটেলিয়ানদের। শুরু হয় রহস্য উন্মোচন...জোড়ে আরও রহস্য।
কিন্তু এই করোনার বাজারে এমনি মানুষের মন মেজাজ ভাল নেই, সেখানে এত রক্ত, এত মারামারি মানুষ দেখবে কেন? পরিচালক সায়ন্তন ঘোষাল বলছিলেন, " মানুষ রহস্য ভালবাসে। আর লালবাজার নামের মধ্যেই কেমন একটা কলকাতার গন্ধ মিশে থাকে। তা ছাড়া কে বলেছে এটা শুধু ক্রাইম থ্রিলার? পরতে পরতে কমিক রিলিফ খুঁজে পাওয়া যায়। হিউমার, উইট সবই রয়েছে। পুলিশরা কি মজা করতে পারে না?"
কিন্তু বাজার জুড়ে হঠাতই ক্রাইম থ্রিলারের এত রমরমা কেন? "সত্যিই জানিনা', উত্তর সায়ন্তনের।
লালবাজারের চিত্রনাট্য লিখেছেন রঙ্গন চক্রবর্তী। এ প্রসঙ্গে রঙ্গন যেমন বলছেন, "ফ্যামিলি ড্রামার বাইরে গিয়ে মানুষ অন্য কিছু দেখতে ভালবাসছে। আর অপরাধ জগতের গল্প? সে যে কোনওদিনও পুরনো হওয়ার নয়।"
টিম লালবাজারের মতে, " লালবাজার শুধুই কটা খুন এবং তাঁর রহস্য উদ্ঘাটন, এমনটা নয়। রহস্য খূঁজে বার করার কান্ডারি পুলিশ চরিত্রদেরও কিছু না ফাঁস হওয়া রহস্যের গল্প।" যেমন রয়েছে এক মহিলা সাব ইন্সপেক্টরের নিজেকে প্রমাণের তাগিদ। এই চরিত্রে আবার অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র। "প্রথম বার পর্দায় পুলিশের রোল। দারুণ উপভোগ করেছি", বলছিলেন তিনি।
এ ছাড়াও রয়েছেন কৌশিক সেন,সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সুব্রত দত্ত, শান্তিলাল মুখোপাধ্যয়, হৃষিতা ভট্ট সহ একগুচ্ছ তারা। সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র।
কিন্তু লালবাজারের সঙ্গে যে পাঁঠার মাংসের এক যোগসূত্র রয়েছে সেটি ফাস করলেন রঙ্গনই। যে দিন চিত্রনাট্য পড়া হচ্ছিল সে দিন রঙ্গন তাঁর বাড়িতে সবাইকে খাইয়েছিলেন পাঁঠার মাংস আর ভাত। "সে জন্যই স্ক্রিপটা ওদের ভাল লেগেছিল নাকি নিজগুণেই স্ক্রিপ্টটি ওদের মনে জায়গা করে নিয়েছিল তা জানিনা," হাসতে হাসতে বলছিলেন রঙ্গন।
আর মাত্র আট দিন। আগামি ১৯ জুন থেকে জি-ফাইভে আসছে লালবাজার। রক্ত মাংসের গন্ধ নিয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy