Kolkata Porn case: A sneak peek into the life of Convict Nandita Dutta dgtl
Pornography
Nandita dutta: কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি!
পর্নকাণ্ডের আঁচ এ বার কলকাতাতেও। সেই ব্যবসার ‘নন্দিনী’র নাম নন্দিতা। নন্দিতা দত্ত।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৯:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
পর্ন কাণ্ডের আঁচ এ বার কলকাতাতেও। সেই ব্যবসার ‘নন্দিনী’র নাম নন্দিতা। নন্দিতা দত্ত।
০২০৯
খাস কলকাতার বুকে রমরমিয়ে চলছিল পর্ন র্যাকেট।
০৩০৯
পর্ন র্যাকেট চালানোর অভিযোগে বুধবার গ্রেফতার করা হয় নন্দিতা দত্ত এবং তাঁর সঙ্গী মৈনাক ঘোষকে। হদিশ চলছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের।
০৪০৯
পুলিশ সূত্রে খবর, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তাঁরা উঠতি মডেল এবং ‘ইচ্ছুক’ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন।
০৫০৯
পুলিশ এ-ও জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁদের শ্যুটিং হত। ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’-তে পর্ন ছবিগুলি দেখানো হত।
০৬০৯
পুলিশের হাতে ধরা পড়ার পরেই নন্দিতা দত্তের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুকে নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দিয়েছেন নন্দিতা।
০৭০৯
তাঁর ফেসবুক প্রোফাইল জুড়ে নানা ফোটোশ্যুটের ছবি। খোলামেলা পোশাক পরে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন নন্দিতা।
০৮০৯
প্রত্যেকটি ছবিতেই লাইকের সংখ্যা দেখার মতো।
০৯০৯
ফেসবুকে তাঁর ফলোয়ারের সংখ্যা ২১ হাজারের কিছু বেশি। সম্প্রতি একটি তেলুগু ম্যাগাজিনের জন্য মডেলিং করেছেন।