Advertisement
০৩ নভেম্বর ২০২৪

KIFF: আক্রান্ত রাজ-পরমব্রত-রুদ্রনীল, করোনা উদ্বেগে স্থগিত হল কলকাতা চলচ্চিত্র উৎসব

করোনা আক্রান্ত আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। আক্রান্ত আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তীও। 

স্থগিত চলচ্চিত্র উৎসব।

স্থগিত চলচ্চিত্র উৎসব।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১৬:০৮
Share: Save:

করোনা আবহে বাতিল কলকাতা চলচ্চিত্র উৎসব। করোনা আক্রান্ত উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। আক্রান্ত আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়।

রাজ সস্ত্রীক করোনা আক্রান্ত হন মঙ্গলবার। বুধবার আক্রান্ত হলেন আয়োজক কমিটির অন্যতম পরমব্রত। রাজ চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান কর্মকর্তা। রাজ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। দু'জনের আলোচনার পরে মুখ্যমন্ত্রীর সম্মতিতে ঠিক হয় আপাতত চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হবে। এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অরিন্দম শীল, নন্দনের তরফে মিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন-সহ অনেকে।

কথা ছিল, করোনার কারণে চলতি বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে উৎসবের। মঙ্গলবার শিশির মঞ্চে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশই বহাল ছিল। সাংবাদিক বৈঠকে থাকতে পারেননি বিধায়ক-পরিচালক রাজ। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রচার কমিটির তরফে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির নৈরাঞ্জন চট্টোপাধ্যায়। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তীও।

চলচ্চিত্র কমিটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় এবং উৎসবের সঙ্গে জড়িত একাধিক বিশিষ্ট জন ইতিমধ্যেই করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত রাখা হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কবে এই উৎসব হবে, তা পরে জানানো হবে।

আনন্দবাজার অনলাইনের কাছ থেকে চলচ্চিত্র উৎসব স্থগিত হওয়ার খবর প্রথম জেনেছেন পরিচালক অতনু ঘোষ। তাঁর আফশোস, ‘‘২৭ তম বছরে এসে ছেদ পড়ল উদযাপনে। অবশ্যই মনখারাপ। পাশাপাশি, পরিস্থিতির কথা মাথায় রেখে এ ছাড়া আর অন্য পথ নেই। ফলে, খারাপ লাগলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তাঁর মতে, পুরনো সময়সূচি অনুযায়ী ডিসেম্বরে উৎসবের আয়োজন করলে হয়তো উৎসব স্থগিত হত না।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE