Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Entertainment News

‘কিসিক’ খ্যাত শ্রীলীলা এ বার বলিউডে! কর্ণ জোহরের ছবিতে তাঁর বিপরীতে কার্তিক?

‘আইটেম সং’-এ তিনিও যে পিছিয়ে নেই, বুঝিয়ে দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী। তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া, তা মেনে নিয়েছে দর্শক।

Kissik Girl Sreeleela to pair up with Kartik Aaryan in Karan Johar’s film dgtl

এ বার কৃতির সঙ্গে কার্তিক। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ২০:২৮
Share: Save:

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে নজর কেড়েছেন তিনি। দর্শকের মনে সংশয় ছিল, সামান্থা রুথ প্রভুর মতো কি লাস্যে তিনি মাত করতে পারবেন? সেই পরীক্ষায় উতরে গিয়েছেন শ্রীলীলা। সমাজমাধ্যম খুললেই শুধু তাঁরই ভিডিয়ো। ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে সামান্থার ‘উ আন্তাভা’-তে মেতেছিল দর্শক। তাই শ্রীলীলার উপরে ছিল প্রত্যাশার বোঝা। তবে ‘আইটেম সং’-এ তিনিও যে পিছিয়ে নেই, বুঝিয়ে দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী। তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া, তা মেনে নিয়েছে দর্শক।

সেই মতোই এ বার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। তার মধ্যে প্রথমেই উঠে আসছে ধর্ম প্রযোজনা সংস্থার নাম। তালিকায় রয়েছে আরও বেশ কিছু প্রযোজনা সংস্থার নাম। বলিউডে তাঁর বিপরীতে নাকি দেখা যাবে কার্তিক আরিয়ানকে, জানিয়েছেন এক সূত্র। তাঁর কথায়, “পর্দায় শ্রীলীলাকে দেখতে দারুণ দেখতে লাগে। পর্দায় কার্তিকের সঙ্গে ওঁর জুটি খুবই ভাল লাগবে। একেবারে আনকোরা জুটি। যদিও এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। দু’জনকে এক পর্দায় দেখার জন্য আমরা উচ্ছ্বসিত।”

অন্য দিকে, কার্তিক যে আগামীতে কর্ণ জোহরের সঙ্গে কাজ করছেন, সেই খবর ছড়িয়েছে ইতিমধ্যেই। ধর্ম প্রযোজনা সংস্থার এক ছবিতে নায়ক তিনি। ছবির নাম, ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। পরিচালক সমীর বিদওয়ানস।

‘দোস্তানা ২’ নিয়ে কর্ণ জোহরের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল কার্তিকের। বহু দিন ধরে ছবির প্রস্তুতি চললেও, হঠাৎই এই ছবি থেকে বেরিয়ে যান কার্তিক। সেই ঘটনার পরে ফের একসঙ্গে কর্ণ ও কার্তিক। তাই ইতিমধ্যেই এই ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। এ বার দেখার, এই ছবিতেই কি কার্তিকের বিপরীতে ‘কিসিক’ কন্যা শ্রীলীলাকে দেখা যাবে।

অন্য বিষয়গুলি:

Sreeleela Kartik Aaryan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy