কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
অতিমারির কারণে প্রথা ভেঙে অনলাইনে সূচনা হচ্ছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আজ, ৮ জানুয়ারি বিকেল ৪টের সময় ভার্চুয়াল মাধ্যমে চলচ্চিত্র উৎসবের সূচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখ খানও একই রকম ভাবে অনলাইনে উপস্থিত থাকছেন এই সূচনাপর্বে।
উৎসবের ব্যাপ্তি এবং ছবি বাছাইয়ের কারণে বহু বছর ধরেই কলকাতার চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক ক্ষেত্রে সুনামের অধিকারী। কোভিড আতঙ্ক যতই উৎসবের রোশনাইকে ফিকে করে দিক না কেন, ছবি নির্বাচনের ক্ষেত্রে এ বারও কোনও কার্পণ্য থাকছে না উৎসবে। ৮১টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র দেখানো হচ্ছে এ বছর। সব মিলিয়ে প্রায় ৪৫টি দেশের সিনেমা থাকছে এই উৎসবে। ৮টি প্রেক্ষাগৃহ মিলিয়ে চলবে চলচ্চিত্র উৎসব। উৎসবের সূচনা হবে ‘অপুর সংসার’ দেখিয়ে। তা ছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধাও জানানো হচ্ছে এই উৎসবে। সৌমিত্র-অভিনীত মোট ৯টি ছবি দেখানো হবে এ বার।
সাধারণত বছরের শেষ দিকে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হলেও অতিমারির কারণে এ বার তা পিছিয়ে চলে এসেছে জানুয়ারি মাসে। কোভিড স্বাস্থ্যবিধি মেনে উৎসবের আয়োজনে সচেষ্ট ছিলেন আয়োজকরাও। তাই এ বার ডেলিগেট পাস থেকে টিকিট— সব কিছুর ব্যবস্থাই হয়েছে অনলাইনে। মুখ্যমন্ত্রীও কোভিড বিষয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। টুইট করে বলেছেন, সবাই মিলে অতিমারিকে জয় করতে হবে। কিন্তু তার মধ্যেও উদ্যাপন থেমে থাকবে না।
আরও পড়ুন : বিয়ের দিন লাল বেনারসিতে ইমন, মেনুতে থাকছে কী কী?
২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে নানা দেশের বৈচিত্রপূর্ণ আখ্যানকে। আন্তর্জাতিক ছবির বিভাগে যে সব ছবি দেখানো হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ইজরায়েলের পরিচালক আমোস গিতাই পরিচালিত ‘লায়লা ইন হাইফা’। নারীকেন্দ্রিক ছবি নির্মাণ এবং নারীঅধিকারের পক্ষে অন্যতম সওয়ালকারী গিতাইয়ের এই ছবি ইতিমধ্যেই শহরের চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। কার্ল মাক্সের কনিষ্ঠা কন্যা ইলিয়ানরের জীবন-নির্ভর ছবি ‘মিস মার্ক্স’ও থাকছে এই উৎসবে। ইলিয়ানরও ছিলেন মানবীচেতনাবাদী এবং নারীঅধিকার কর্মী। থাকছে এক সাঁতারুর সংগ্রাম নিয়ে তৈরি কানাডিয়ান ছবি ‘নাদিয়া, বাটারফ্লাই’। ফিলিপিন্সের পরিচালক লাভ ডায়াজের ‘লাহি, হেয়প’ নিয়েও উৎসাহী শহরের সিনেমাপ্রেমীরা। তবে ছবির নির্বাচন থেকে স্পষ্ট, এই উৎসবে আলাদা করে প্রাধান্য পাচ্ছে মেয়েদের জীবনের গল্প, স্বীকৃতি দেওয়া হচ্ছে তাঁদের লড়াইকে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানো হচ্ছে অমলা শঙ্কর, বাসু চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, তাপস পাল, ইরফান খান, ঋষি কপূর, কিম কি দুক এবং ফার্নান্দো সোলানাসকে। জন্মশতবর্ষে স্মরণ করা হবে ভানু বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর, এরিক রোমার এবং ইতালির কিংবদন্তি পরিচালক ফেদেরিকো ফেলিনিকে। ফেলিনির বিখ্যাত ছবি ‘এইট অ্যান্ড হাফ’ বড়পর্দায় প্রদর্শন নিয়েও উত্তেজিত শহরের ফেলিনি-ফ্রিকরা।
আরও পড়ুন : দাদার বান্ধবীকে বিয়ে থেকে তাঁর ম্যানেজার, শুধু বাবার কথা ভেবে সদ্ভাব রাখতেন অমিতাভ-অজিতাভ
শহরের কোণে কোণে চলচ্চিত্র উৎসবের প্রচারে এত দিন ধরে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে বিখ্যাত সিনেমার আইকনিক চরিত্রদের মুখে মাস্ক পরানো ছবি দেখে ফেলেছেন শহরবাসী। সিনেমা স্বপ্নকল্পের জগতের পাশাপাশি কঠিন বাস্তবের বুকে এখনও যে কোভিডের ভয় সকলকে তাড়া করে বেড়াচ্ছে, তা এই প্রচার থেকেই পরিষ্কার। তবু তার মধ্যেই উৎসবের জন্য মুখিয়ে সত্যজিৎ রায়, মৃণাল সেনের শহর। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার আর চোখে রুপোলি স্বপ্ন নিয়ে কলকাতা দাঁড়িয়ে চলচ্চিত্র উৎসবের চৌকাঠে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy