Kavita Bhambhani Singh Decked Up Her Own Life Far From Tinsel Town dgtl
kavita bhambhani
ভগ্নীপতি ও বোনের মেয়ে তারকা, তবু ইন্ডাস্ট্রি থেকে দূরে জীবন সাজিয়েছেন প্রাক্তন এই ভারতসুন্দরী
কবিতা নিজে রুপোলি দুনিয়া থেকে সরে থাকলেও টিনসেল টাউন তাঁর কাছেই রয়েছে। কবিতার বোন সুনীতা অনিল কপূরের ঘরনি। অনিল-সুনীতার মেয়ে সোনমও প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিতে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মে ২০২০ ১১:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
ভারতসুন্দরী হওয়া মানেই বলিউডে পা রাখা, এই চেনা স্রোতের বিপরীতে পাড়ি দিয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম কবিতা ভম্ভানী।
০২১৪
১৯৬৯ সালে, মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া খেতাব জেতেন কবিতা। প্রতিদ্বন্দ্বিতা করেন মিস ইউনিভার্সের মঞ্চেও। কিন্তু তার পরেও তিনি পা রাখেননি বলিউডে।
০৩১৪
কবিতার বাবা ভম্ভানী সিংহ ছিলেন স্টেট ব্যাঙ্কের কর্মী। কবিতার থেকে তাঁর বোন সুনীতা বয়সে প্রায় ১৪ বছরের ছোট।
০৪১৪
ভারতসুন্দরী হওয়ার পরে কিছুদিন মডেলিং করেছেন কবিতা। তবে খুব তাড়াতাড়ি মডেলিং দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি পা রাখেন ইন্টেরিয়র ডিজাইনিং-য়ে।
০৫১৪
৬৯ বছর বয়সি কবিতা এখন দেশের প্রথম সারির ইন্টেরিয়র ডিজাইনার এবং শিল্পসংগ্রাহক। তাঁর স্বামী যশজিৎ সিংহ শিল্পপতি।
০৬১৪
কবিতা নিজে রুপোলি দুনিয়া থেকে সরে থাকলেও টিনসেল টাউন তাঁর কাছেই রয়েছে। কবিতার বোন সুনীতা অনিল কপূরের ঘরনি। অনিল-সুনীতার মেয়ে সোনমও প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিতে।
০৭১৪
সুনীতাও তাঁর দিদির মতো মডেলিং করতেন। অনিল কপূরকে বিয়ের সময় তিনি ছিলেন প্রথম সারির মডেল। অনিলের তুলনায় তাঁর জনপ্রিয়তা সে সময় অনেক বেশি ছিল।
০৮১৪
সুনীতা কাজ করেছেন ফ্যাশন স্টাইলিস্ট হিসেবেও। এমনকি, অনিল কপূরের দু’টি সিনেমা ‘লোফার’ ও ‘জুদাই’-তে তাঁকে দেখাও গিয়েছিল বিশেষ ভূমিকায়।
০৯১৪
কিন্তু দাম্পত্য এগোতেই সুনীতা পুরোপুরি কাজের দুনিয়া থেকে বিদায় নেন। অন্য দিকে, কবিতা বরাবরই বজায় রেখেছেন তাঁর পেশাগত পরিচয়।
১০১৪
যশজিৎ-কবিতার দুই মেয়ে, প্রিয়া ও নন্দিনী। তাঁদের বড় মেয়ে প্রিয়া এক জন পরিচিত পশুপ্রেমী। গত বছর রণবীর বাত্রার সঙ্গে তাঁর বিয়ে হয় লন্ডনে।
১১১৪
তাঁর আগে প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল আশিস মেহবুবানির সঙ্গে। কিন্তু বিয়ের কয়েক মাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে আশিসের মৃ্ত্যু হয়।
১২১৪
তার পর অনুপম খেরের ছেলে সিকন্দরের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল প্রিয়ার। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যেত তাঁদের বিয়ের গুঞ্জনও। এর পর গুঞ্জন সত্যি প্রমাণিত হয়। এনগেজমেন্ট হয়ে যায় সিকন্দর-প্রিয়ার।
১৩১৪
কিন্তু অল্প কয়েক দিনের মধ্যে ভেঙে যায় সিকন্দর-প্রিয়া সম্পর্কও। কেন তাঁরা সম্পর্ক থেকে সরে এসেছেন, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই।
১৪১৪
শাশুড়ি হওয়ার পরেও কবিতা আগের মতোই গ্ল্যামারাস। বাকি ভারতসুন্দরীদের চেনা ছন্দে গা না ভাসিয়ে নিজের মতো জীবনের অন্দরমহলকেও সাজিয়ে নিয়েছেন কবিতা।