Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মনের মানুষ

মনের মানুষ খুঁজতে গিয়ে রবীন্দ্রনাথে ফেরা। যে কথা কয়, কিন্তু দেখা দেয় না! এ যেমন এক বাউলের পদ, তেমনই কোথাও রবীন্দ্রনাথের গান ‘মাঝে মাঝে তব দেখা পাই’।

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০১:০০
Share: Save:

মনের মানুষ খুঁজতে গিয়ে রবীন্দ্রনাথে ফেরা। যে কথা কয়, কিন্তু দেখা দেয় না! এ যেমন এক বাউলের পদ, তেমনই কোথাও রবীন্দ্রনাথের গান ‘মাঝে মাঝে তব দেখা পাই’। রবীন্দ্রনাথের ছিল অসীমের টান। আর বাউল অচেনাকে জানার মধ্যেই সীমা পেরিয়ে চলে। এই দুই ভাবাদর্শ এসে মিলে গেছে দুইয়ের গানে।

বাউলের রবি না কি রবির বাউল? আজও সেই খোঁজ চলছে মনে-মনে, গানে-গানে। বিখ্যাত লোকশিল্পী কার্তিক দাস বাউল যেমন লোকগান গাইবেন তেমনই ‘যাযাবর’ ব্যান্ডের শুভম গাইবেন রবীন্দ্রনাথের গান । এ আর রহমানের সঙ্গে কাজ করার পরে আবার মাটির কাছে ফিরছেন কার্তিক দাস বাউল।

রবীন্দ্রনাথের ‘ভালবেসে সখী নিভৃত যতনে’-র সঙ্গে থাকবে বাউলের ‘কিছু দিন মনে মনে’। কখনও আবার ‘তোমার খোলা হাওয়া’-র সঙ্গে মিলে যাবে বাউলের ‘নদীভরা ঢেউ’। চারটে গানের এই অ্যালবামের দায়িত্বে আছেন শুভায়ু, গৌতম, শমীক। আজ থেকে রেকর্ডিং শুরু।

অন্য বিষয়গুলি:

Kartik Das Baul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE