সইফ আলি খান ও করিনা কপূর খানের বান্দ্রার বাড়িতে ডাকাতির ঘটনা। রাত দুটো নাগাদ সইফের বাড়িতে ঢোকেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার পরই সইফের উপর হামলা চালান ওই দুষ্কৃতী। যদিও ঘটনাটি যখন ঘটে সেই সময় গোটা পরিবারের সঙ্গে ঘুমোচ্ছিলেন সইফ। কিন্তু ডাকাতির রাতে কোথায় ছিলেন করিনা?
ডাকাতির আগের রাতে নিজের ‘গার্ল গ্যাং’-এর সঙ্গে হাউস পার্টি করছিলেন করিনা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন করিনা, করিশ্মা, সোনম কপূর ও রিয়া কপূর। যদিও পার্টি হয়েছিল সোনমের বোন রিয়ার বাড়িতে।সে রাতে পার্টির বেশ কিছু ছবিও নিজের সমাজমাধ্যমে দেন করিনা-করিশ্মা। বাড়ি ফিরতে না ফিরতেই মধ্যরাতে অঘটন।
মধ্যরাতে সইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে জানায় পুলিশ। ওই দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। তবে যে ব্যক্তি সইফকে ছুরিবিদ্ধ করেন, তিনিই ধরা পড়েছেন কি না, তা স্পষ্ট নয়। আটক তিন জনই নাকি কাজ করেন সইফের বাড়িতে। প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর এখন বিপন্মুক্ত সইফ।