Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Kangana Ranaut

মৃত্যু নিয়ে কবিতা লিখলেন কঙ্গনা রানাউত

ভিডিয়োর সঙ্গে তাঁর কবিতা পাঠ আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে পিয়ানোর শব্দ মিশিয়ে গোটা প্যাকেজটা বেশ পছন্দ হয়েছে ‘কঙ্গনা-টিম’-র।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৩:১০
Share: Save:

কবিতা লিখলেন অভিনেত্রী। মৃত্যুর কথা লিখলেন। পাহাড়ের কথা লিখলেন। নদী ও সমদ্রের কথাও লিখলেন। শুধু তাই নয়, সেই কবিতা পাঠ করেও শোনালেন কঙ্গনা। একটা গোটা ভিডিয়ো বানিয়ে পোস্ট করলেন ইনস্টাগ্রাম ও টুইটারে।

বরফে ভরা চারদিক। লাল রঙের জ্যাকেট পরে বরফে লুটোপুটি খাচ্ছেন কঙ্গনা। তাঁর কোঁকড়া চুল ঝাঁপিয়ে পড়ছে। গোটা ভিডিয়োটাই স্লো মোশনে তোলা।

ক্যাপশনে লিখলেন, ‘সময় পেলে শুনবেন। কবিতা লিখেছি। নাম, 'রখ' (অর্থ- ছাই)। পাহাড় চড়তে চড়তে কবিতাটা মাথায় আসে’।

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

ভিডিয়োর ভয়েস ওভারে কঙ্গনার পাঠ। হিন্দি ভাষায় তাঁর কবিতার ভাবার্থ করলে দাঁড়ায়, ‘মৃত্যুর পরে আমার ছাই গঙ্গায় ভাসিও না। সব নদীই সমুদ্রে গিয়ে মেশে। আর সমুদ্রের গভীরতাকে আমি ভয় পাই। আমি আকাশ ছুঁতে চাই। আমার ছাইগুলো এই পাহাড়ের বুকে ছড়িয়ে দিও। যাতে সূর্য উঠলে তাকে ছুঁতে পারি। চাঁদ উঠলে চাঁদের সঙ্গে কথা বলতে পারি’।

আরও পড়ুন: ‘অশালীন পোশাকের’ জন্য চড়, অস্ত্রোপচারে বিসদৃশ ঠোঁট, সদ্য বিবাহিত গওহরের জীবন বিতর্কে ভরা

ভিডিয়োর সঙ্গে তাঁর কবিতা পাঠ আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে পিয়ানোর শব্দ মিশিয়ে গোটা প্যাকেজটা বেশ পছন্দ হয়েছে ‘কঙ্গনা-টিম’-র। সে রকমই বোঝা গেল ইনস্টা-পাড়া ও টুইটার পাড়া ঘুরে এসে।

আরও পড়ুন: এ বছর জন্মদিন পালনের ইচ্ছাটাই চলে গিয়েছে: সলমন

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE