Advertisement
E-Paper

‘কর্ণ স্যর-এর সঙ্গে কাজ করতে চাই, শাশুড়ি-বৌমার ছবি করব না’, পুরনো বিবাদ মিটিয়ে নিচ্ছেন কঙ্গনা?

একাধিক বার বাক্যবাণে বিদ্ধ করেছেন পরস্পরকে। একসঙ্গে আর তাঁদের কোথাও দেখা যায়নি। কিন্তু এত দিন পরে কি আক্ষেপ হচ্ছে কঙ্গনার?

Kangana Ranaut said that she wants to work with Karan Johar in a film

কর্ণের সঙ্গে কাজ করতে চান কঙ্গনা? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৩:০২
Share
Save

কর্ণ জোহরের সঙ্গে কঙ্গনা রানাউতের সম্পর্ক আদায় কাঁচকলায়। ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে অতিথি হিসাবে গিয়েছিলেন অভিনেত্রী। সামনে বসেই কর্ণকে কটাক্ষ করেছিলেন তিনি। তার পর থেকে একাধিক বার বাক্যবাণে বিদ্ধ করেছেন পরস্পরকে। একসঙ্গে আর তাঁদের কোথাও দেখা যায়নি। কিন্তু এত দিন পরে আক্ষেপ হচ্ছে কঙ্গনার। বর্তমানে তিনি কর্ণের সঙ্গে কাজ করতে নাকি মরিয়া!

এমনকি কর্ণকে ‘স্যর’ বলেও সম্বোধন করেছেন কঙ্গনা। অভিনেত্রী বলেন, “দুঃখের সঙ্গেই বলছি, আমার সঙ্গে কর্ণ স্যরের একটি ছবিতে কাজ করা উচিত। ওঁর জন্য ভাল চরিত্রই রাখব আমি। ভাল ছবিতেই ওঁকে কাজ দেব। অবশ্যই এই ছবিতে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি দেখানো হবে না। সঠিক ছবিতে সঠিক চরিত্র পাবেন তিনি।” কঙ্গনা নাকি কটাক্ষ করতেই এমন বাঁকা মন্তব্য করেছেন বলে দাবি নেটাগরিকের। আসলে সম্পর্কের সমীকরণে আর কোনও বদল আসার সম্ভাবনা নেই বলেই অনুমান তাঁদের।

সমস্যার সূত্রপাত ২০১৭-য় ‘কফি উইথ কর্ণ’ থেকে। এই অনুষ্ঠানে কর্ণকে ‘মুভি মাফিয়া’ আখ্যা দিয়েছিলেন অভিনেত্রী। ২০২৩-এ কর্ণের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ নিয়েও কটাক্ষ করেছিলেন কঙ্গনা। অভিনেত্রী মন্তব্য করেছিলেন, “কর্ণ জোহর, আপনার লজ্জা হওয়া উচিত একই ছবি নবম বার তৈরি করার জন্য। নিজেকে ভারতীয় চলচ্চিত্রের ধারক ও বাহক মনে করেন আর এই ভাবে এই দুনিয়াকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন? এই ভাবে অর্থের অপচয় করবেন না। এ বার আপনি অবসর নিন আর নতুন প্রজন্মের পরিচালকদের নতুন ধরনের ছবি তৈরি করতে দিন।”

Kangana Ranaut Karan Johar Bollywood

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}