মুম্বইয়েও দুর্গাপুজোর উত্তেজনা কম নয়। রানি মুখোপাধ্যায়, কাজল, অভিজিৎ— সকলেই প্রবাসী বাঙালি। রানি, কাজলের দুর্গাপুজো দেখতে মণ্ডপে ভিড় জমান শহরবাসী। উত্তর মুম্বই সর্বজনীন এই দুর্গাপুজোই মুখোপাধ্যায়দের পুজো হয়ে গিয়েছে। সেখানে প্রতি বছর প্রতিমা দর্শনে আসেন বলিউডের তাবড় তারকারা। যাঁদের মধ্যে জয়া বচ্চন অন্যতম। এক সময় সপরিবার আসতেন তাঁরা। তবে গত বছর থেকে পরিবারে ফাটলের যে গুঞ্জন ছড়িয়ে পড়ছে, সেই আবহেই হয়তো একা এলেন জয়া। সেখানে প্রতি বছর কাজলের সঙ্গে পোজ় দিতে দেখা যায় জয়াকে। এই দিনটিতে অবশ্য জয়া ছবি তোলার জন্য খুব একটা ধমক দেন না আলোকচিত্রীদের। কিন্তু এ বার কাজল যেন বড্ড রেগে গেলেন, দিলেন জোর ধমকও।
আরও পড়ুন:
সপ্তমীর সকালে দুই দাপুটে বঙ্গকন্যার সাক্ষাৎ। দেখামাত্রই একে অপরকে জড়িয়ে চুম্বন। জয়ার এমন আদুরে চুম্বনে আপ্লুত কাজলও। সপ্তমীর সকালে অর্গ্যানজা শাড়িতে সেজেছিলেন কাজল। জয়ার পরনে ছিল হলুদ সিল্কের শাড়ি। দেখা হওয়া মাত্রই খোশগল্প শুরু করে দেন তাঁরা। কিন্তু, আচমকাই ছন্দপতন! নিরাপত্তারক্ষীদের হুইসলের কর্কশ আওয়াজেই যেন তাল কাটল। বেজায় বিরক্ত হয়ে যান কাজল। ধমকে ওঠেন, “কে বাজাচ্ছে এ সব? বন্ধ করো। কানে লাগছে।” কিছুটা বিরক্ত দেখাল জয়াকেও। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।