মাত্র সাতাশ বছর বয়সে চলে গিয়েছেন তাঁর প্রেমিক। তার পর থেকে শুধুই জন্ম নিয়েছে কিংবদন্তি। গিটার-পৃথিবী কোনওদিনও জিমি হেনড্রিক্সকে অতিক্রম করে তার ইতিহাস লিখতে পারবে না। তাঁর প্রয়াণ-পরবর্তী চল্লিশ বছরে এটা প্রতিষ্ঠিত সত্য। গিটারের জাদুকর, রক সংগীতের এক বিশেষ দিগন্তের উন্মোচক হেনড্রিক্সের জীবনের শ্রেষ্ঠ পারফরম্যান্সগুলির মধ্যে অন্যতম হল ১৯৭০ সালের আটলান্টা পপ ফেস্টিভ্যাল। উপস্থিত ছিলেন প্রায় ৩০,০০০০ মানুষ। এই পারফরম্যান্সকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এক তথ্যচিত্র— ‘জিমি হেনড্রিক্স: ইলেক্ট্রিক চার্চ’। এই তথ্যচিত্রটি দেখানো হবে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে। তথ্যচিত্রের অনুষঙ্গ হিসেবে দেখানো হবে জিমির লাইভ অ্যালবাম ‘ফ্রিডম: আটলান্টা পপ ফেস্টিভ্যাল’। এই তথ্যচিত্রে হেনড্রিক্সের জীবন ও কাজ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন পল ম্যাককার্টনি, স্টিভ উইনউড, কার্ক হ্যামেট, ডেরেক ট্রাকস, সুসান টেডেশি প্রমুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy