Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Entertainment News

প্রথম জামাইষষ্ঠী, কিন্তু পালন করতে পারলেন না জিতু-নবনীতা!

২০১৮-র শেষে ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করতে গিয়ে জিতু-নবনীতার আলাপ। শুটিং চলাকালীন নয়। বরং শেষ হওয়ার পরই তাঁদের আলাপ গাঢ় হয়।

দম্পতি। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

দম্পতি। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ১৮:৫০
Share: Save:

এক মাস আগেই বিয়ে করেছেন টেলি পাড়ার চেনা মুখ জিতু কমল এবং নবনীতা দাস। এই দম্পতির এ বছরই প্রথম জামাইষষ্ঠী। কিন্তু তাঁরা তা পালন করতে পারলেন না। কেন জানেন?

আসলে জিতু-নবনীতা এই মুহূর্তে কলকাতার বাইরে। হনিমুনে হিমাচল প্রদেশ গিয়েছেন দম্পতি। সে কারণেই জামাইষষ্ঠীর দিন সেলিব্রশন হল না বটে, তবে কলকাতায় ফেরার পর জমিয়ে হবে খাওয়া-দাওয়া।

২০১৮-র শেষে ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করতে গিয়ে জিতু-নবনীতার আলাপ। শুটিং চলাকালীন নয়। বরং শেষ হওয়ার পরই তাঁদের আলাপ গাঢ় হয়। গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’। সেখানে মা তারার ভূমিকায় অভিনয় করছেন নবনীতা। জিতুও অভিনয় করেছেন এই ধারাবাহিকে।

দেখুন, বিনোদনের নানা কুইজ

জিতু-নবনীতার সম্পর্কের খবর প্রথমে টেলি পাড়ার সদস্যরাও জানতেন না। পরে ধীরে ধীরে বন্ধুদের জানিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় জিতুর সঙ্গে নবনীতার ছবি দেখে অনেকে আন্দাজ করেছিলেন। পরে তাঁরা নিজেরাও স্বীকার করে নেন।

আরও পড়ুন, ঐশ্বর্যার সঙ্গে আপনার ঠাণ্ডা লড়াই রয়েছে? সুস্মিতা বললেন…

জিতু-নবনীতার বিয়েতে হাজির ছিলেন টেলি ইন্ডাস্ট্রির বহু তারকা। নতুন জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে। )

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Nabanita Das TV Celebrities Tollywood Jeetu Kamal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy