গুরুতর অসুস্থ ‘জননী’ ধারাবাহিক খ্যাত পরিচালক বিষ্ণু পাল চৌধুরি। ছবি- সংগৃহীত।
ক্যানসার আক্রান্ত ‘জননী’ ধারাবাহিক খ্যাত বর্ষীয়ান পরিচালক বিষ্ণু পালচৌধুরী গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে ভুগছিলেন। তার পর নানা পরীক্ষা করা হয়। শুক্রবার সকালে আসা রিপোর্টে জানা গিয়েছে ফুসফুসে ক্যানসার হয়েছে পরিচালকের।
আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, “আমি একটু বেশিই ধূমপান করতাম। তার জন্যই হয় তো শেষে শরীরে ক্যান্সার বাসা বাঁধল। চিকিৎসকরা বলেছেন চতুর্থ স্টেজ। রবিবার মুম্বইয় যাব। টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করার জন্য।”
এই মুহূর্তে ভাল করে কথা বলতে পারছেন না পরিচালক। একটু কথা বললেই হাঁপানি হচ্ছে। বুকে অসম্ভব ব্যথা, এমনটাই জানিয়েছেন পরিচালক। শুক্রবার সকালেই কলকাতার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। ইতিমধ্যেই মুম্বইয়ের হাসপাতালে নাম নথিভুক্ত করা হয়েছে। একা নন, মুম্বইয়ে তাঁর সঙ্গে যাবেন স্ত্রী।
প্রসঙ্গত, নয়ের দশকে ‘জননী’ ধারাবাহিকের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে খ্যাতি লাভ করেন পরিচালক বিষ্ণু। প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী অভিনীত এই ধারাবাহিক টলিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘ মেগা হিসাবে স্বীকৃত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy