Advertisement
E-Paper

সৃজিতের ছবিতে আলেকজ়ান্দ্রা টেলর? ‘সই না করে কিছু বলব না’, কৌতূহল উস্কে জবাব অভিনেত্রীর

১৫ বছর ধরে ছবি পরিচালনায় সৃজিত। তারই উদ্‌যাপনে আমন্ত্রিত বিদেশি অভিনেত্রী। সেখানেই তাঁদের বাক্যালাপ নজর কেড়েছে।

সৃজিত মুখোপাধ্যায়ের নজর আলেকজ়ান্দ্রা টেলরে?

সৃজিত মুখোপাধ্যায়ের নজর আলেকজ়ান্দ্রা টেলরে? ছবি: ফেসবুক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৮:২৫
Share
Save

ছবি পরিচালনার ১৫ বছর পার করে ফেললেন সৃজিত মুখোপাধ্যায়। মঙ্গলবার রাতে তারই উদ্‌যাপনের আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। পাশাপাশি, তাঁর আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’র প্রচার ঝলক মুক্তিও ছিল। জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের পেশাজীবনের জন্মদিন। তারকাদের উপস্থিতিতে ঝলমলে রাতপার্টি। সেখানে পরিচালককে ঘিরে তাঁর ছবির নায়িকাদের ভিড়। ‘কিলবিল সোসাইটি’র কৌশানী মুখোপাধ্যায় থেকে ‘এক যে ছিল রাজা’ ছবির রাজনন্দিনী পাল— সকলে উপস্থিত। ছিলেন সোহিনী সরকার, ইশা সাহা, ঋতাভরী চক্রবর্তী, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে। ভিড়ের মধ্যেও সকলের চোখ ছিল ‘আবার প্রলয়’-খ্যাত অভিনেত্রী আলেকজ়ান্দ্রা টেলরের উপরে। তাঁর সঙ্গে সৃজিতের সৌজন্য সাক্ষাৎ টলিউডের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে!

নিছকই সৌজন্য বিনিময়? না কি পরিচালকের চোখ তাঁর আগামী ছবির অভিনেত্রী বাছাই করে নিচ্ছিল?

জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল বিদেশি অভিনেত্রীর সঙ্গে। আলেকজ়ান্দ্রা ইতিমধ্যেই একাধিক বাংলা ছবি এবং সিরিজ়ে অভিনয় করে ফেলেছেন। তাঁকে বড় পর্দায় প্রথম দেখা গিয়েছে অংশুমান প্রত্যুষের ‘ওগো বিদেশিনী’ ছবিতে। এই ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘বাঘা যতীন’ ও ‘বাবুসোনা’ ছবিতে। প্রশ্ন রাখতেই কৌতূহল উস্কে দিয়েছেন তিনি। বিদেশি অভিনেত্রীর কথায়, “ছবি সই না করা পর্যন্ত কিছুই বলব না।” তা হলে একসঙ্গে কাজ করছেন তা এক প্রকার নিশ্চিত? অভিনেত্রীর দাবি, “আমার আশা তেমনই কিছু ঘটতে চলেছে। বিষয়টি এক মাত্র নিশ্চিত করতে পারবেন সৃজিত। আমার মনে হয় ওঁর সঙ্গে কথা বলা উচিত। আগামী পরিকল্পনা নিয়ে বিশদে কথা ওঁর বলা উচিত।”

পাশাপাশি, তিনি সৃজিতের পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। জানান, ১৫ বছর ধরে ছবি পরিচালনা খুব সহজ নয়। সৃজিত অত্যন্ত মেধাবী পরিচালক। তাঁর সঙ্গে পরিচালকের পরিচয় যে অতি সাম্প্রতিক নয়, এ কথাও জানাতে ভোলেননি। পাশাপাশি, বাংলা বিনোদন দুনিয়ার সমস্ত পরিচালকদের সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি।

সৃজিত-আলেকজ়ান্দ্রার সাক্ষাৎ পর্ব নতুন করে তুলে এনেছে পুরনো একটি খবর। আনুমানিক দেড় বছর আগে সৃজিত একটি ছবি করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, রাজর্ষি দাশ ভৌমিকের লেখা ‘গোয়েন্দা কানাইচরণ’কে তিনি ক্যামেরায় ধরতে চান। প্রযোজনায় ক্যামেলিয়া। সংস্থার সঙ্গে কথাবার্তা পাকা। আরও একটি ইচ্ছাপ্রকাশ করেছিলেন একই সঙ্গে। ইংরেজি অক্ষর ‘কিউ’ দিয়ে কোনও ছবি নেই তাঁর। তাই ইচ্ছে, ওই ছবির নামকরণে কোনও ভাবে ‘কুইন ভিক্টোরিয়া’কে জুড়ে দেবেন। তা হলেই তাঁর ইচ্ছেপূরণ হবে।

খবর, ‘কিলবিল সোসাইটি’র মুক্তির পর সৃজিত সম্ভবত হাত দেবেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। সে পর্ব মিটলে নাকি ‘গোয়েন্দা কানাইচরণ’-এর কাজ শুরু করবেন তিনি। ছবির গল্প, চিত্রনাট্য তৈরি। কেবল অভিনেতা বাছাই বাকি। সেই কাজই কি তা হলে সকলের অগোচরে শুরু করেছেন সৃজিত? আলেকজ়ান্দ্রার মধ্যে কি ‘কুইন ভিক্টোরিয়া’কেই খুঁজে পেলেন তিনি?

Srijit Mukherji Alexandra Taylor New Project

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}