Advertisement
E-Paper

বিরাট-অনুরাগীকে সপাট জবাব! রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন প্রীতি?

দুই ময়দান থেকেই ধেয়ে আসছে কটাক্ষ। অভিনেত্রী কী পদক্ষেপ করতে চলেছেন?

সম্মুখসমরে (বাঁ দিক থেকে) রাহুল গান্ধী, প্রীতি জ়িন্টা, বিরাট কোহলি?

সম্মুখসমরে (বাঁ দিক থেকে) রাহুল গান্ধী, প্রীতি জ়িন্টা, বিরাট কোহলি? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৩
Share
Save

রাজনীতির ময়দানে প্রীতি জ়িন্টা। তাঁর এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) নাকি বিজেপি-র দ্বারা পরিচালিত। তাই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে নেওয়া তাঁর ১৮ কোটি টাকার ঋণ মকুব করেছে। কেরল কংগ্রেসের অফিশিয়ালের এক্স হ্যান্ডল থেকে এমনই অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে বাক্যবাণে বিঁধেছেন ক্রিকেটার বিরাট কোহলির এক অনুরাগী। সমাজমাধ্যমে তাঁর দাবি, অভিনেত্রী বিরাটের নাম করে একটু বেশিই বলছেন। নিজের ওজন বুঝে কথা বলা উচিত!

দুই দিক থেকে দু’ধরনের আক্রমণে প্রীতি কি মানসিক ভাবে বিপর্যস্ত? কী পদক্ষেপ করতে চলেছেন তিনি? অনেক বছর পর ফের তিনি বড় পর্দায়, ‘লাহোর ১৯৪৭’ ছবির হাত ধরে। তার আগে এই ধরনের বিতর্ক কি তাঁকে নতুন করে প্রচারের আলোয় ফিরিয়ে নিয়ে আসবে?

আপাতত এই প্রশ্ন ঘুরছে বলিউডের অন্দরে। অভিনেত্রী যদিও চুপ নেই। সমাজমাধ্যমে মতপ্রকাশ করছেন। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে কথোপকথনে যোগ দেন তিনি। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করার পরিকল্পনা করছেন? উত্তরে প্রীতি নিরপেক্ষ অবস্থান বজায় রেখে বলেন, “অকারণে কাউকে অপমান করার পক্ষপাতী নই। কারণ, রাহুল গান্ধী সরাসরি আমাকে কিছু বলেননি বা সমাজমাধ্যমে লেখেননি। তাঁর দল সমাজমাধ্যমে এই ধরনের বক্তব্য রেখেছে। অন্য কারও কাজের জন্য তিনি দায়ী নন। আমি সমস্যার সরাসরি মোকাবিলায় বিশ্বাসী, ছায়াযুদ্ধে নয়।” তিনি আরও যোগ করেছেন, “রাহুল গান্ধীর সঙ্গে কোনও সমস্যা নেই। তাঁকে শান্তিতে থাকতে দিন। আমিও শান্তিতে থাকি।” পাশাপাশি এ-ও জানান, সমাজমাধ্যমে তাঁর কোনও অ্যাকাউন্ট কোনও রাজনৈতিক দল পরিচালনা করে না। নিজের অ্যাকাউন্ট তিনি নিজেই সামলান। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে। সম্পূর্ণ ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসার সঙ্গে সমালোচনার মুখে পড়েছে তাঁর পেশাজীবনও। বিরাট কোহলির অনুরাগী হিসাবে পরিচিত জনৈক নেটাগরিক সমাজমাধ্যমে লেখেন, “মুখের যা অবস্থা তাতে ‘লাহোর ১৯৪৭’ ছবিতে সুযোগ পাওয়ার কথা নয়। খুশি করে এই কাজ পেয়েছেন জ়িন্টা!” নেটাগরিকের এক্স হ্যান্ডলের ডিপিতে বিরাটের ছবি। সেই দিকে আঙুল তুলে সঙ্গে সঙ্গে পাল্টা দেন অভিনেত্রীও। লেখেন, “যাঁর নিজের মুখ দেখানোর সাহস নেই, খ্যাতনামীর ছবি ব্যবহার করেন, তিনি জবাবের যোগ্যই নন।” ব্যস, আবার চর্চা শুরু। এ দিকে ওই নেটাগরিক চুপচাপ নিজের ডিপি বদলে কুকুরের ছবি বসিয়ে দেন, যা বাকিরা খেয়াল করেননি। ফলে, বাকি বিরাট- অনুরাগীরা প্রীতির উপর ক্ষিপ্ত। তাঁরা সমাজমাধ্যমে লেখেন, “কেন খামোকা বিরাটকে জড়াচ্ছেন! নিজের ওজন বুঝে কথা বলুন!”

প্রীতি এ বারেও স্বপক্ষে যুক্তি দেখিয়েছেন। লিখেছেন, “বিরাটকে আমিও অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু আপনারা দেখেননি, যিনি আমাকে কটাক্ষ করছিলেন তিনি বিরাটের ছবি ব্যবহার করছিলেন। আমি বলার পর ছবি বদলে দিয়েছেন।”

Preity Zinta Rahul Gandhi Virat Kohli

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}