ছবির ফার্স্ট লুক।— টুইটারের সৌজন্যে।
মে, ২০০৮। নয়ডার জোড়া হত্যাকান্ডের খবরে থমকে গিয়েছিল গোটা দেশ। সে সময়ে ১৪ বছরের আরুষি তলোয়ার এবং তারই বাড়ির পরিচারক হেমরাজের দেহ উদ্ধার করে পুলিশ। বাস্তবের সেই নৃশংস হত্যাকাহিনি এ বার দেখা যাবে সেলুলয়েডে। সৌজন্যে পরিচালক মেঘনা গুলজার। তাঁর আগামী ছবি ‘তলবার’ মুক্তি পাবে ২ অক্টোবর। সেখানেই আরুষি হত্যাকান্ডের ওপর নির্ভর করে চিত্রনাট্য সাজিয়েছেন তিনি। মুখ্য চরিত্রে রয়েছেন কঙ্কনা সেনশর্মা এবং ইরফান খান। একটি বিশেষ চরিত্রে টাবুকে কাস্ট করেছেন মেঘনা। বিশাল ভরদ্বাজের সুরে ছবিটির ফার্স্ট লুক মুক্তি পেল শনিবার। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ভারতের সবচেয়ে বিতর্কিত মামলাটি ফের খোলা হবে ২ অক্টোবর।’ টরোন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেও দেখানো হবে ছবিটি। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত কঙ্কনা ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন টুইটারে। নীচের গ্যালারিতে দেখুন ‘তলবার’ এর সাংবাদিক সম্মেলনের কিছু মুহূর্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy