Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ভাল জিনিস ফিরে আসবেই

পলাশ বললেন, ‘‘অনেক কিছুই বদলাচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে, ভাল সিনেমা, ভাল গান, ভাল কম্পোজিশন বরাবরই থেকে যাবে। এখন ক্রিয়েটিভ আর্টে হয়তো অনেক কিছু এসে মিশছে।’’

পলাশ। ছবি: সুদীপ্ত চন্দ

পলাশ। ছবি: সুদীপ্ত চন্দ

রূম্পা দাস
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ০৭:০০
Share: Save:

আমাদের প্রত্যেকের জীবনেই এমন কোনও না কোনও ভাল লাগা বা প্রেম তৈরি হয়, যা আসলে একতরফা। হয়তো তাকে জানানো হয়নি কোনও দিন। বা কখনও জানানোর সাহসটুকুও থাকে না। সে রকম একতরফা প্রেমের গল্প নিয়েই গায়ক পলাশ সেন তৈরি করেছেন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ইকতরফা’। একই সঙ্গে পলাশের ইচ্ছে এ ভাবেই শুরু হবে মিউজিক এবং সিনেমার মেলবন্ধনে নতুন জঁর।

‘ইকতরফা’র আগে পলাশ বানিয়েছিলেন ‘জিয়া জায়ে’। এবং তৃতীয় ইনস্টলমেন্ট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে পলাশের পুরো অ্যালবামটি। ‘ইকতরফা’য় তিনটি গানকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। ‘‘আসলে আমি অন্য ধরনের একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। এখন দেখছি, লোকে এটা বেশ ভালবাসছে,’’ জানালেন পলাশ।

‘ইউফোরিয়া’র গানে এক সময় মুগ্ধ হয়েছিল বহু শ্রোতা। ১৯৯৮ সালের ‘ধুম’ থেকে হালের ‘হল্লা বোল’... এত দীর্ঘ সফরে অনেক বদল দেখেছেন নিশ্চয়ই? পলাশ বললেন, ‘‘অনেক কিছুই বদলাচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে, ভাল সিনেমা, ভাল গান, ভাল কম্পোজিশন বরাবরই থেকে যাবে। এখন ক্রিয়েটিভ আর্টে হয়তো অনেক কিছু এসে মিশছে। কিন্তু এটাও একঘেয়ে হয়ে যাবে। আর ভালটা আবার ফিরে আসবে। কিছু মানুষ যাঁদের টাকা আছে, তাঁরা অনেক কিছু কন্ট্রোল করতে চান। কিন্তু আমি বিশ্বাস করি যে, এ ভাবে বেশি দিন চালানো যাবে না। খারাপ যদি হয়েও থাকে, সেটা বদলে ভালটা ফিরবেই।’’

পলাশের পরিচালনায় দু’টি শর্ট ফিল্মেই দেখা গিয়েছে তাঁর ছেলে কিংশুক সেনকে। নিজের ছবি বলেই কি কিংশুককে নিলেন? ‘‘আসলে ও বেশ ভাল অভিনয় করে। আর আমি ঠিক কী চাই, সেটা ও সহজেই বুঝতে পারে। আমার একটাই আশা, দর্শক-শ্রোতারা আমাকে যেমন ভালবেসেছেন, আমার ছেলে কিংশুকও যেন সেই ভালবাসা পায়,’’ হেসে বললেন বাবা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE