Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৪

‘বায়োপিকের অনুমতি দেব না, কেউ আমার চরিত্র করতে পারবে না’

বলিউডে এখন বায়োপিকের যুগ। ‘ভাগ মিলখা ভাগ’ থেকে শুরু করে ‘মেরি কম’ হয়ে ‘দঙ্গল’— বায়োপিকে মজেছে সিনেপ্রেমীদের মন। এমন সময়েই কি না বায়োপিকে আপত্তি?

তাঁর মর্জি বোঝা দায়!

তাঁর মর্জি বোঝা দায়!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ১৭:৩০
Share: Save:

বলিউডে এখন বায়োপিকের যুগ। ‘ভাগ মিলখা ভাগ’ থেকে শুরু করে ‘মেরি কম’ হয়ে ‘দঙ্গল’— বায়োপিকে মজেছে সিনেপ্রেমীদের মন। এমন সময়েই কি না বায়োপিকে আপত্তি? তাও আবার খোদ সলমন খানের? কিন্তু কী আর করা? ভাইজানের না পসন্দ হলে সকলের বোলতি বন্ধ্!

এমনিতেই খানসাবের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর ফ্যানেদের কৌতূহলের সীমা নেই। কিন্তু স্বয়ং ‘সুলতান’ বেঁকে বসলে তা মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। সম্প্রতি, তাঁর বায়োপিক নিয়ে প্রশ্ন করলে সলমন সটান জানান, ‘‘আমি কখনওই আমার বায়োপিক করার অনুমতি দেব না। কারণ যিনিই আমার বায়োপিক লিখুন না কেন, তাঁর পক্ষে আমাকে সম্পূর্ণভাবে জানা প্রায় অসম্ভব।’’ শুধু তাই নয়, সল্লু ভাই জানান, কোনও নায়কই তাঁর চরিত্রে অভিনয় করতে পারবেন না।

পাশাপাশি তিনি মনে করেন, তাঁর জীবন নাকি খুবই বোরিং। তাই তাঁর জীবন নিয়ে ছবি করার মতো কিছুই নেই।

আরও পড়ুন: রণবীরকে কেন খুন করতে চাইলেন সলমন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE