Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Entertainment News

মুসলিম ছেলের সঙ্গে দিদির সম্পর্ক নিয়ে মুখ খুললেন হৃতিক

প্রাথমিক ভাবে কোনও প্রতিক্রিয়া না দিলেও অবশেষে দিদির অভিযোগ নিয়ে মুখ খুললেন হৃতিক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৯ ১২:৫৮
Share: Save:

এক মুসলিম ছেলেকে ভালবাসেন তিনি। আর সেই সম্পর্ক মেনে নেয়নি পরিবার। কিছুদিন আগে চাঞ্চল্যকর এই অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন হৃতিক রোশনের দিদি সুনয়না। এমনকি, মুসলিম ছেলেকে ভালবাসার অপরাধে বাবা রাকেশ রোশনের হাতে মারও খেতে হয়েছে তাঁকে, এমন অভিযোগ করেছিলেন সুনয়না। প্রাথমিক ভাবে কোনও প্রতিক্রিয়া না দিলেও অবশেষে দিদির অভিযোগ নিয়ে মুখ খুললেন হৃতিক।

সম্প্রতি এক সাক্ষাত্কারে হৃতিক বলেন, ‘‘বিষয়টা আমার এবং আমার পরিবারের জন্য ব্যক্তিগত এবং সংবেদনশীল। দিদির এখন যা অবস্থা, তাতে ওকে নিয়ে আমার কথা বলাটা ঠিক নয়। এই ধরনের দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয়তো বহু পরিবারকে সামলাতে হয়। … এটুকু বলতে পারি, ধর্ম আমার পরিবারে কোনও বড় বিষয় নয়। এটা নিয়ে কোনও আলোচনা হয় না। আসলে ধর্মকে সে ভাবে গুরুত্বই দেওয়া হয় না। আমার এটা বিশ্বাস করতে ইচ্ছে করে, গোটা পৃথিবীতেই হয়তো এ ভাবে ভাবা হয়।’’

কিন্তু কিছুদিন আগে সুনয়না অভিযোগ করেন, ‘‘এক মুসলিম ছেলেকে ভালবেসেছি বলে বাবা আমাকে চড় মেরেছিল। ওর নাম রুহেল। বাবা বলেছিল, রুহেল জঙ্গি। আমি বাবা-মায়ের বাড়ি থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করি। শুধুমাত্র মুসলিম বলে বাবা-মা ওকে মেনে নিচ্ছে না। ওরা আমার জীবনটা নরক করে তুলেছে।’’

দেখুন, বিনোদনের নানা কুইজ

ওই পরিস্থিতিতে ভাই হৃতিক রোশনকেও তিনি পাশে পাননি বলে অভিযোগ করেন সুনয়না। তাঁর দাবি, ‘‘হৃতিকের কোনও কথা বাড়িতে চলে না। আমার রিলেশনশিপ নিয়ে কেউই খুশি নয়। হৃতিক বলেছিল আমাকে একটা আলাদা বাড়িতে থাকার খরচ দেবে। কিন্তু লোখান্ডওয়ালায় আমার বাড়ি ভাড়া আড়াই লক্ষ টাকা ও দিতে চায়নি। বলেছে, টাকাটা অনেক বেশি। ওর কাছে আড়াই লক্ষ টাকা বেশি! সবাই হেনস্থা করেছে আমাকে।’’

আরও পড়ুন, ঋত্বিককে ঘিরে শুভশ্রীর স্বপ্ন কি সফল হবে?

সুনয়নার বিস্ফোরক সাক্ষাত্কারের পর রোশন পরিবারের সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সাম্প্রতিক ভারতে সাম্প্রদায়িকতা নিয়ে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এই আবহে তথাকথিত শিক্ষিত বলে পরিচিত বলিউডের নামজাদা পরিবারের এ হেন আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। শুধুমাত্র মুসলিম ছেলেকে ভালবাসার জন্য সুনয়নাকে ‘হেনস্থা’ করায় তাঁর বাবা রাকেশ রোশনও সেই সমালোচনার মুখোমুখি! কিন্তু এ বার সে সবের পাল্টা জবাব দিলেন হৃতিক। দিদির বর্তমান অবস্থা এড়িয়ে গিয়েছেন নায়ক। বরং হৃতিকের বক্তব্য শুনে অনেকেরই মনে হয়েছে, সুনয়না মানসিক ভাবে অসুস্থ, সে ইঙ্গিতই করতে চেয়েছেন অভিনেতা।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে। )

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Sunaina Roshan Hrithik Roshan Bollywood Celebrities হৃতিক রোশন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy