Hrithik Roshan got many marriage proposals after this film dgtl
Hrithik Roshan
রাজি হননি করিনা, সেই ফিল্মের পরে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পান হৃতিক!
টল, হ্যান্ডসম এবং বলিষ্ঠ অভিনেতা। হৃতিক রোশনের বর্ণনা দিতে গেলে এই তিন উপমাই আদর্শ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১২:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
টল, হ্যান্ডসম এবং বলিষ্ঠ অভিনেতা। হৃতিক রোশনের বর্ণনা দিতে গেলে এই তিন উপমাই আদর্শ।
০২১৬
বলিউডের গ্রিক গড হৃত্বিকের জার্নি শুরু হয় আটের দশকে। তাঁকে পর্দায় প্রথম দেখা যায় অমিতাভ বচ্চনের সঙ্গে। ওই ছবিতে শিশু শিল্পী ছিলেন তিনি।
০৩১৬
হৃত্বিক সাফল্য পান নায়ক হিসাবে বলিউডে ডেবিউ ফিল্ম থেকেই। ডেবিউ ফিল্ম ছিল ‘কহো না প্যার হ্যায়’। এই ফিল্মে তাঁর বিপরীতে ছিলেন আমিশা পটেল।
০৪১৬
এই ফিল্ম বক্স অফিসে এতটাই সাফল্য পেয়েছিল যে, সে সময় হৃত্বিকের ছবি প্রতিটা স্কুল পড়ুয়ার হাতে হাতে ঘুরত।
০৫১৬
এই ফিল্মের পর নাকি ৩০ হাজার প্রেম প্রস্তাব পান তিনি! বলিউডের মাইলস্টোন ফিল্ম ‘বাহুবলী’ করার সময় যেমন ৬ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস।
০৬১৬
কিন্তু জানেন কি এই ফিল্মে প্রথমে করিনা কপূরকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক।
০৭১৬
ফিল্মের স্ক্রিপ্ট পছন্দ হয়নি করিনার। তাঁর বাতিল করা ফিল্মটাই যে বক্স অফিসের রেকর্ড ভেঙে ফেলবে আন্দাজও করতে পারেননি তিনি।
০৮১৬
ওই বছরই মুক্তি পায় ‘রিফিউজি’। অভিষেক বচ্চনের বিপরীতে এই ফিল্মেই ডেবিউ করেন তিনি। সে ভাবে লাভ করতে পারেনি ফিল্মটি।
০৯১৬
ভুলের মাশুল গুনতে হয়েছিল করিনাকে। হৃত্বিক যেখানে এই প্রথম ফিল্মেই সকলের মন জয় করে ফেলেছিলেন, করিনার সময় লেগেছিল আরও ৪ বছর।
১০১৬
২০০৪ সালে ‘চামেলি’ এবং ২০০৬ সালে ‘ওমকারা’- পর পর এই দুই ফিল্ম লাইমলাইটে আনে করিনাকে। এর মাঝে ‘ফিজা’, ‘কভি খুশি কভি গম’-এ অভিনয় করলেও তিনি মুখ্য চরিত্রে ছিলেন না।
১১১৬
অন্য দিকে হৃত্বিক হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেতা। প্রচুর পুরস্কারও পান তিনি। ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। উপার্জন এবং জনপ্রিয়তার উপর ভিত্তি করে ফোর্বস ম্যাগাজিনেও তাঁকে অনেক বার দেখা গিয়েছে।
১২১৬
‘কহো না প্যার হ্যায়’-র পর ‘ফিজা’ এবং ‘কভি খুশি কভি গম’-এ অভিনয় করেন তিনি। তার পর ২০০৩ সালের সায়েন্স ফিকশন ‘কোই মিল গ্যায়া’। যা হৃত্বিকের কেরিয়ারেরও গুরুত্বপূর্ণ কাজ।
১৩১৬
‘কহো না প্যার হ্যায়’ ছিল আমিশারও ডেবিউ ফিল্ম। পড়াশোনায় মনোযোগী আমিশাও চাননি এত তাড়াতাড়ি কেরিয়ার শুরু করতে।
১৪১৬
তিনি সবে স্নাতক করেছিলেন তখন। রাকেশ রোশনের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল। প্রথমে তিনিও এই প্রস্তাব ফিরিয়ে দেন।
১৫১৬
কিন্তু পারিবারিক সম্পর্কের জেরে দ্বিতীয় বার ফের একই প্রস্তাব এলে আমিশা তা আর ফেরাতে পারেননি। রাজি হয়ে যান।
১৬১৬
তবে এর পর কয়েকটি ফিল্মে দর্শক আমিশাকে পছন্দ করলেও কেরিয়ার বেশি দূর এগোয়নি তাঁর।