How Bollowood And Tollywood Celebraties Are Celebrating Basanta Utsav And Holi dgtl
Bollywood
Holi Special 2022: কেউ রঙে, কেউ ভাং-এ! বলি থেকে টলিউডে লাগল যে দোল...
বছরের ব্যস্ততা এক দিকে। আর এক দিকে রঙের পরব। কেউ সপরিবারে। কেউ যুগলে। কেউ বা বন্ধুদের সঙ্গে সদলবলে। যে যে ভাবে পেরেছেন, উদযাপনে মেতেছেন।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৯:১৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বাংলায় যা বসন্ত পঞ্চমী, বলিউডে সে-ই হোলি! বছরের ব্যস্ততা এক দিকে। আর এক দিকে রঙের পরব। কেউ সপরিবারে। কেউ যুগলে। কেউ বা বন্ধুদের সঙ্গে সদলবলে। যে যে ভাবে পেরেছেন, উদযাপনে মেতেছেন। কোনও তারকার থালা ভর্তি রং। কারও গেলাসে নেশা ধরানো ভাঙের সরবত! মনে-প্রাণে একটাই সংলাপ, ‘‘জয় গুরু... এনজয় গুরু!’’
০২১৫
৭৮-এও অমিতাভ বচ্চন রংদার! ‘সিলসিলা’-য় সহ-অভিনেত্রী রেখাকে রঙিন করেছিলেন। বাস্তবে তাঁর হোলির সঙ্গী ৫০ বছরের জীবনসঙ্গিনীই। জয়া বচ্চনকে ফাগে রাঙিয়ে উৎসবে মজলেন ‘শাহেনশা’।
০৩১৫
বিয়ের পর প্রথম হোলি। নতুন বউকে কেউ রং মাখাতে ছাড়ে? এই মওকায় মনের সুখে নতুন করে রঙিন হলেন ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ। যুগলে রং মাখালেন একে-অন্যকে।
দেখে নিন পাওলি দামকে। বলিউড-টলিউড কাঁপানো কন্যের দুধসাদা সালোয়ারে আবির-ফাগের ছড়াছড়ি। তাল মিলিয়ে দোপাট্টায় রঙের বর্ষা। আর নায়িকার গাল লাল আবিরের আভায়।
০৬১৫
সাংসদ-তারকার তকমা সরিয়ে বসন্ত রঙে মাতোয়ারা মিমি চক্রবর্তী। মাটির থালায় নানা ভেষজ রং সাজিয়ে নিয়েছেন নায়িকা। হলুদ-সাদা লেহঙ্গা-চোলিতে সেজে প্রকাশ্যে এনেছেন আগামী ছবি ‘মিনি’র প্রথম পোস্টার এবং প্রচার ঝলক।
০৭১৫
সব পরিস্থিতিতেই সব সময়ে রঙিন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ধারা ধরে রাখলেন দোলেও। নায়িকা আপাদমস্তক রঙিন! একই ভাবে রঙিন তাঁর বন্ধু সঞ্চারী চক্রবর্তীও।
০৮১৫
সপরিবারে রং-মিলন্তি রাজ চক্রবর্তীর। শুভশ্রী, ইউভান, বিধায়ক-পরিচালক— তিন জনেই ধোপদুরস্ত সাদা পোশাকে। তিন জনেরই গালে-কপালে টকটকে লাল আবিরের ছোঁয়া। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘রাজশ্রী’র ‘রসগোল্লা’!
০৯১৫
রং খেলেছেন বটে স্বস্তিকা দত্ত! ছোট্ট ঝলক বলছে, খোলা চুলের পরতে পরতে নানা রং। রং ছুঁয়েছে তাঁর গাল, কপাল, পোশাক, সারা শরীর! এ ভাবে কে রাঙাল নায়িকাকে? শোভন গঙ্গোপাধ্যায়?
১০১৫
ছেলে সহজের সঙ্গে বিন্দাস প্রিয়াঙ্কা সরকার। মা-ছেলের বাছাই সাদা সাজ। বাড়ির ছাদে দোল খেলার জমাটি আয়োজন। মাটির থালায় হরেক রং। দু’জনে চুটিয়ে ডুব দিয়েছেন আবির-ফাগের সাগরে।
১১১৫
সোহিনী সরকার শাড়িতেই সেরা। খোলা চুলে ফুলের সাজ। লাল রঙা শাড়িতে বসন্ত-কন্যার সঙ্গী রণজয় বিষ্ণু। নেপথ্যে বেজেছে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’। নায়িকা বাতাসে উড়িয়েছেন ফাগ। কখনও ফুলের পাপড়ি। লাল আবিরে তাঁকে মনের সুখে রাঙিয়েছেন রণজয়ও।
১২১৫
ঋতাভরী চক্রবর্তী এ দিন পৌঁছে গিয়েছিলেন আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ-এ। লাল-সাদা সালোয়ারে অপরূপা। খোলা চুলে গোলাপ গোঁজা। রঙের থালা হাতে দাঁড়াতেই ঘিরে ধরল নানা বয়সের শিক্ষার্থী। সবার হাতের ছোঁয়ায় লাল-হলুদ-সবুজে নিমেষে রঙিন নায়িকা।
১৩১৫
বসন্ত তাঁদের ভালবাসার জৌলুসের কাছে ম্লান। গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষ। এ দিন তাঁরাও আশ মিটিয়ে দোল খেলেছেন। টলিউডের নবীন জুটির সারা গায়ে, সাদা পোশাকে রামধনুর সাত রঙের সহবাস।
১৪১৫
শ্যুট শেষ হতেই উদযাপনে মেতেছেন সৌরভ দাস, রাফিয়াত রাশিদ মিথিলা। সৌরভের চুলে নীল, গোলাপি রঙের মেলা। দাড়ি-গোঁফের ফাঁক গলে লাল আবিরের উঁকি। মিথিলার গালে কপালেও লালচে আভা! নিজের হাতে নায়িকা পরিষ্কার করে দিয়েছেন সৌরভের মুখ!
১৫১৫
ছবি দেখে বোঝা দায় এঁরা বনি সেনগুপ্ত-কৌশানি মুখোপাধ্যায়! পোশাকে, শরীরে এক চুল জায়গা নেই, যেখানে রং নেই। দোলের দিনে প্রকাশ্যে বনির আগামী ছবি ডা. বক্সীর লুক। সপ্তাশ্ব বসুর এই ছবিতে বনির চরিত্রের নাম ‘আদিত্য’।