Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Bollywood

Holi Special 2022: কেউ রঙে, কেউ ভাং-এ! বলি থেকে টলিউডে লাগল যে দোল...

বছরের ব্যস্ততা এক দিকে। আর এক দিকে রঙের পরব। কেউ সপরিবারে। কেউ যুগলে। কেউ বা বন্ধুদের সঙ্গে সদলবলে। যে যে ভাবে পেরেছেন, উদযাপনে মেতেছেন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৯:১৪
Share: Save:
০১ ১৫
বাংলায় যা বসন্ত পঞ্চমী, বলিউডে সে-ই হোলি! বছরের ব্যস্ততা এক দিকে। আর এক দিকে রঙের পরব। কেউ সপরিবারে। কেউ যুগলে। কেউ বা বন্ধুদের সঙ্গে সদলবলে। যে যে ভাবে পেরেছেন, উদযাপনে মেতেছেন। কোনও তারকার থালা ভর্তি রং। কারও গেলাসে নেশা ধরানো ভাঙের সরবত! মনে-প্রাণে একটাই সংলাপ, ‘‘জয় গুরু... এনজয় গুরু!’’

বাংলায় যা বসন্ত পঞ্চমী, বলিউডে সে-ই হোলি! বছরের ব্যস্ততা এক দিকে। আর এক দিকে রঙের পরব। কেউ সপরিবারে। কেউ যুগলে। কেউ বা বন্ধুদের সঙ্গে সদলবলে। যে যে ভাবে পেরেছেন, উদযাপনে মেতেছেন। কোনও তারকার থালা ভর্তি রং। কারও গেলাসে নেশা ধরানো ভাঙের সরবত! মনে-প্রাণে একটাই সংলাপ, ‘‘জয় গুরু... এনজয় গুরু!’’

০২ ১৫
৭৮-এও অমিতাভ বচ্চন রংদার! ‘সিলসিলা’-য় সহ-অভিনেত্রী রেখাকে রঙিন করেছিলেন। বাস্তবে তাঁর হোলির সঙ্গী ৫০ বছরের জীবনসঙ্গিনীই। জয়া বচ্চনকে ফাগে রাঙিয়ে উৎসবে মজলেন ‘শাহেনশা’।

৭৮-এও অমিতাভ বচ্চন রংদার! ‘সিলসিলা’-য় সহ-অভিনেত্রী রেখাকে রঙিন করেছিলেন। বাস্তবে তাঁর হোলির সঙ্গী ৫০ বছরের জীবনসঙ্গিনীই। জয়া বচ্চনকে ফাগে রাঙিয়ে উৎসবে মজলেন ‘শাহেনশা’।

০৩ ১৫
বিয়ের পর প্রথম হোলি। নতুন বউকে কেউ রং মাখাতে ছাড়ে? এই মওকায় মনের সুখে নতুন করে রঙিন হলেন ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ। যুগলে রং মাখালেন একে-অন্যকে।

বিয়ের পর প্রথম হোলি। নতুন বউকে কেউ রং মাখাতে ছাড়ে? এই মওকায় মনের সুখে নতুন করে রঙিন হলেন ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ। যুগলে রং মাখালেন একে-অন্যকে।

০৪ ১৫
ফুল-দোল খেলেছেন শিল্পা শেট্টি। স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ভিয়ান, মেয়ে সামিশাকে নিয়ে যাকে বলে সপরিবার জমিয়ে হোলির হুল্লোড়ে মেতেছেন নায়িকা।

ফুল-দোল খেলেছেন শিল্পা শেট্টি। স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ভিয়ান, মেয়ে সামিশাকে নিয়ে যাকে বলে সপরিবার জমিয়ে হোলির হুল্লোড়ে মেতেছেন নায়িকা।

০৫ ১৫
দেখে নিন পাওলি দামকে। বলিউড-টলিউড কাঁপানো কন্যের দুধসাদা সালোয়ারে আবির-ফাগের ছড়াছড়ি। তাল মিলিয়ে দোপাট্টায় রঙের বর্ষা। আর নায়িকার গাল লাল আবিরের আভায়।

দেখে নিন পাওলি দামকে। বলিউড-টলিউড কাঁপানো কন্যের দুধসাদা সালোয়ারে আবির-ফাগের ছড়াছড়ি। তাল মিলিয়ে দোপাট্টায় রঙের বর্ষা। আর নায়িকার গাল লাল আবিরের আভায়।

০৬ ১৫
সাংসদ-তারকার তকমা সরিয়ে বসন্ত রঙে মাতোয়ারা মিমি চক্রবর্তী। মাটির থালায় নানা ভেষজ রং সাজিয়ে নিয়েছেন নায়িকা। হলুদ-সাদা লেহঙ্গা-চোলিতে সেজে প্রকাশ্যে এনেছেন আগামী ছবি ‘মিনি’র প্রথম পোস্টার এবং প্রচার ঝলক।

সাংসদ-তারকার তকমা সরিয়ে বসন্ত রঙে মাতোয়ারা মিমি চক্রবর্তী। মাটির থালায় নানা ভেষজ রং সাজিয়ে নিয়েছেন নায়িকা। হলুদ-সাদা লেহঙ্গা-চোলিতে সেজে প্রকাশ্যে এনেছেন আগামী ছবি ‘মিনি’র প্রথম পোস্টার এবং প্রচার ঝলক।

০৭ ১৫
সব পরিস্থিতিতেই সব সময়ে রঙিন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ধারা ধরে রাখলেন দোলেও। নায়িকা আপাদমস্তক রঙিন! একই ভাবে রঙিন তাঁর বন্ধু সঞ্চারী চক্রবর্তীও।

সব পরিস্থিতিতেই সব সময়ে রঙিন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ধারা ধরে রাখলেন দোলেও। নায়িকা আপাদমস্তক রঙিন! একই ভাবে রঙিন তাঁর বন্ধু সঞ্চারী চক্রবর্তীও।

০৮ ১৫
সপরিবারে রং-মিলন্তি রাজ চক্রবর্তীর। শুভশ্রী, ইউভান, বিধায়ক-পরিচালক— তিন জনেই ধোপদুরস্ত সাদা পোশাকে। তিন জনেরই গালে-কপালে টকটকে লাল আবিরের ছোঁয়া। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘রাজশ্রী’র ‘রসগোল্লা’!

সপরিবারে রং-মিলন্তি রাজ চক্রবর্তীর। শুভশ্রী, ইউভান, বিধায়ক-পরিচালক— তিন জনেই ধোপদুরস্ত সাদা পোশাকে। তিন জনেরই গালে-কপালে টকটকে লাল আবিরের ছোঁয়া। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘রাজশ্রী’র ‘রসগোল্লা’!

০৯ ১৫
রং খেলেছেন বটে স্বস্তিকা দত্ত! ছোট্ট ঝলক বলছে, খোলা চুলের পরতে পরতে নানা রং। রং ছুঁয়েছে তাঁর গাল, কপাল, পোশাক, সারা শরীর! এ ভাবে কে রাঙাল নায়িকাকে? শোভন গঙ্গোপাধ্যায়?

রং খেলেছেন বটে স্বস্তিকা দত্ত! ছোট্ট ঝলক বলছে, খোলা চুলের পরতে পরতে নানা রং। রং ছুঁয়েছে তাঁর গাল, কপাল, পোশাক, সারা শরীর! এ ভাবে কে রাঙাল নায়িকাকে? শোভন গঙ্গোপাধ্যায়?

১০ ১৫
ছেলে সহজের সঙ্গে বিন্দাস প্রিয়াঙ্কা সরকার। মা-ছেলের বাছাই সাদা সাজ। বাড়ির ছাদে দোল খেলার জমাটি আয়োজন। মাটির থালায় হরেক রং। দু’জনে চুটিয়ে ডুব দিয়েছেন আবির-ফাগের সাগরে।

ছেলে সহজের সঙ্গে বিন্দাস প্রিয়াঙ্কা সরকার। মা-ছেলের বাছাই সাদা সাজ। বাড়ির ছাদে দোল খেলার জমাটি আয়োজন। মাটির থালায় হরেক রং। দু’জনে চুটিয়ে ডুব দিয়েছেন আবির-ফাগের সাগরে।

১১ ১৫
সোহিনী সরকার শাড়িতেই সেরা। খোলা চুলে ফুলের সাজ। লাল রঙা শাড়িতে বসন্ত-কন্যার সঙ্গী রণজয় বিষ্ণু। নেপথ্যে বেজেছে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’। নায়িকা বাতাসে উড়িয়েছেন ফাগ। কখনও ফুলের পাপড়ি। লাল আবিরে তাঁকে মনের সুখে রাঙিয়েছেন রণজয়ও।

সোহিনী সরকার শাড়িতেই সেরা। খোলা চুলে ফুলের সাজ। লাল রঙা শাড়িতে বসন্ত-কন্যার সঙ্গী রণজয় বিষ্ণু। নেপথ্যে বেজেছে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’। নায়িকা বাতাসে উড়িয়েছেন ফাগ। কখনও ফুলের পাপড়ি। লাল আবিরে তাঁকে মনের সুখে রাঙিয়েছেন রণজয়ও।

১২ ১৫
ঋতাভরী চক্রবর্তী এ দিন পৌঁছে গিয়েছিলেন আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ-এ। লাল-সাদা সালোয়ারে অপরূপা। খোলা চুলে গোলাপ গোঁজা। রঙের থালা হাতে দাঁড়াতেই ঘিরে ধরল নানা বয়সের শিক্ষার্থী। সবার হাতের ছোঁয়ায় লাল-হলুদ-সবুজে নিমেষে রঙিন নায়িকা।

ঋতাভরী চক্রবর্তী এ দিন পৌঁছে গিয়েছিলেন আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ-এ। লাল-সাদা সালোয়ারে অপরূপা। খোলা চুলে গোলাপ গোঁজা। রঙের থালা হাতে দাঁড়াতেই ঘিরে ধরল নানা বয়সের শিক্ষার্থী। সবার হাতের ছোঁয়ায় লাল-হলুদ-সবুজে নিমেষে রঙিন নায়িকা।

১৩ ১৫
বসন্ত তাঁদের ভালবাসার জৌলুসের কাছে ম্লান। গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষ। এ দিন তাঁরাও আশ মিটিয়ে দোল খেলেছেন। টলিউডের নবীন জুটির সারা গায়ে, সাদা পোশাকে রামধনুর সাত রঙের সহবাস।

বসন্ত তাঁদের ভালবাসার জৌলুসের কাছে ম্লান। গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষ। এ দিন তাঁরাও আশ মিটিয়ে দোল খেলেছেন। টলিউডের নবীন জুটির সারা গায়ে, সাদা পোশাকে রামধনুর সাত রঙের সহবাস।

১৪ ১৫
শ্যুট শেষ হতেই উদযাপনে মেতেছেন সৌরভ দাস, রাফিয়াত রাশিদ মিথিলা। সৌরভের চুলে নীল, গোলাপি রঙের মেলা। দাড়ি-গোঁফের ফাঁক গলে লাল আবিরের উঁকি। মিথিলার গালে কপালেও লালচে আভা! নিজের হাতে নায়িকা পরিষ্কার করে দিয়েছেন সৌরভের মুখ!

শ্যুট শেষ হতেই উদযাপনে মেতেছেন সৌরভ দাস, রাফিয়াত রাশিদ মিথিলা। সৌরভের চুলে নীল, গোলাপি রঙের মেলা। দাড়ি-গোঁফের ফাঁক গলে লাল আবিরের উঁকি। মিথিলার গালে কপালেও লালচে আভা! নিজের হাতে নায়িকা পরিষ্কার করে দিয়েছেন সৌরভের মুখ!

১৫ ১৫
 ছবি দেখে বোঝা দায় এঁরা বনি সেনগুপ্ত-কৌশানি মুখোপাধ্যায়! পোশাকে, শরীরে এক চুল জায়গা নেই, যেখানে রং নেই। দোলের দিনে প্রকাশ্যে বনির আগামী ছবি ডা. বক্সীর লুক। সপ্তাশ্ব বসুর এই ছবিতে বনির চরিত্রের নাম ‘আদিত্য’।

ছবি দেখে বোঝা দায় এঁরা বনি সেনগুপ্ত-কৌশানি মুখোপাধ্যায়! পোশাকে, শরীরে এক চুল জায়গা নেই, যেখানে রং নেই। দোলের দিনে প্রকাশ্যে বনির আগামী ছবি ডা. বক্সীর লুক। সপ্তাশ্ব বসুর এই ছবিতে বনির চরিত্রের নাম ‘আদিত্য’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy