Advertisement
০২ নভেম্বর ২০২৪

হিন্দি অ্যানিমেশনে গুপী-বাঘা

শিল্পার ছবি কিন্তু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে। এবং সমকালীন দৃষ্টিভঙ্গি থেকে বানানো।  ‘‘আমি ছোটবেলায় সত্যজিৎ রায়ের ছবিটা দেখেছি। কিন্তু আমার ছবিটা বই থেকে অ্যাডপ্টেড। সন্দীপ রায়ের সঙ্গে কথা বলে ওঁর অনুমতি নিয়েই কাজটা করেছি।’’

অ্যানিমেশন

অ্যানিমেশন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

বড় পর্দাতেই আবার ফিরে আসতে চলেছে ‘গুপী গাইন বাঘা বাইন’। তবে এ বার তা হিন্দিতে এবং অ্যানিমেশনে। পরিচালক শিল্পা রানাডের এটি প্রথম ছবি। তিনি পেশায় ইলাস্ট্রেটর এবং অ্যানিমেটর। প্রথম ছবি হিসেবে ‘গুগাবাবা’কেই বাছলেন কেন? ‘‘গল্পটা ভীষণ ফ্যাসিনেটিং। অ্যানিমেশন ফিল্মের জন্য একদম যথাযথ। আমি গুলজ়ারসাবের ছোটদের গল্পগুলোর ইলাস্ট্রেশনের কাজ করছিলাম। সেখান থেকেই এই ছবির বিষয়টা মাথায় আসে।’’

শিল্পার ছবি কিন্তু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে। এবং সমকালীন দৃষ্টিভঙ্গি থেকে বানানো। ‘‘আমি ছোটবেলায় সত্যজিৎ রায়ের ছবিটা দেখেছি। কিন্তু আমার ছবিটা বই থেকে অ্যাডপ্টেড। সন্দীপ রায়ের সঙ্গে কথা বলে ওঁর অনুমতি নিয়েই কাজটা করেছি।’’ পরিচালক তাঁর ছবির নাম ‘গুপী গাইন বাঘা বাইন’-ই রেখেছেন। আগামী মার্চ মাসে ছবির মুক্তি পাওয়ার কথা।

অন্য বিষয়গুলি:

Goopy Gyne Bagha Byne Animation Hindi Movie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE