Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
OTT Platform

সঞ্জয় লীলা ভন্সালীও এ বার ওটিটি প্ল্যাটফর্মে?

গত বছর যে হিন্দি সিরিজ়গুলি সবচেয়ে বেশিসংখ্যক দর্শকের নজর কেড়েছিল, তার পরিচালকেরা কেউই প্রথম সারির নন।

সঞ্জয় ও কবীর

সঞ্জয় ও কবীর

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ০১:৪৬
Share: Save:

ট্রেন্ড ছিলই। অতিমারি যেন পরিধি বিস্তারের রাস্তা আরও প্রশস্ত করে দিল। হিন্দি ইন্ডাস্ট্রিতে ওটিটির জমি এখন এতটাই শক্ত যে, মূলধারার ডাকসাইটে পরিচালকেরাও এর হাতছানি উপেক্ষা করতে পারছেন না। রোহিত শেট্টির পরে সঞ্জয় লীলা ভন্সালীও ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ় করতে চলেছেন বলে খবর। দুই পরিচালকই তাঁদের লার্জার-দ্যান-লাইফ ছবির জন্য পরিচিত। সঞ্জয়ের ক্যানভাসে যদি থাকে পিরিয়ড ফ্রেমের আড়ম্বর, চোখধাঁধানো গাড়ির অ্যাকশনে নজর থাকে রোহিতের। তাই এই দুই পরিচালকের ওটিটিতে কাজ করা ইন্ডাস্ট্রির জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা যায়। তবে এ দেশে ছবির চেয়ে সিরিজ়ের কদর বেশি স্ট্রিমিং অ্যাপে। সম্ভবত সে কারণেই এঁদের ঝোঁক সিরিজ়ে বেশি।

গত বছর যে হিন্দি সিরিজ়গুলি সবচেয়ে বেশিসংখ্যক দর্শকের নজর কেড়েছিল, তার পরিচালকেরা কেউই প্রথম সারির নন। সে ‘আরিয়া’র পরিচালক ‘নীরজা’খ্যাত রাম মাধবানি হন বা ‘পাতাললোক’-এর নির্দেশক প্রসিত রায় এবং অবিনাশ অরুণ ধাওয়ারে-ই হন। ব্যতিক্রমও রয়েছে। ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ সিরিজ় দিয়ে আবারও নিজের জাত চিনিয়েছেন পরিচালক হনসল মেহতা। ‘আলিগড়’, ‘শাহিদ’ ছবির পরিচালকের ছবির নিজস্ব দর্শক থাকলেও, সিরিজ় বোধহয় তাঁর পরিচিতি আরও বাড়িয়েছে। অন্য দিকে, রোহিতের অনেক আগেই ‘গঙ্গাজল’-এর মতো ছবি দিয়ে কপ ড্রামার দিশা বদলেছিলেন পরিচালক প্রকাশ ঝা। ওয়েব সিরিজ় ‘আশ্রম’-এর সুবাদে নতুনদের ভিড়েও নিজেকে প্রাসঙ্গিক করে তুললেন প্রকাশ।

রোহিত, সঞ্জয়ের আগেই তাঁদের ঘরানার যে পরিচালক ওটিটিতে ছাপ রেখেছেন, তিনি হলেন কবীর খান। তাঁর ‘দ্য ফরগটেন আর্মি’ সিরিজ় এসেছিল গত বছর জানুয়ারি মাসে। এ ছাড়া ‘ব্লাফমাস্টার’-খ্যাত পরিচালক রোহন সিপ্পিও কয়েকটি ছকভাঙা সিরিজ় (‘ওয়াকালত ফ্রম হোম’) ইতিমধ্যে করে ফেলেছেন। ‘স্ত্রী’ ছবির চিত্রনাট্যকার রাজ আর ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়টির দ্বিতীয় সিজ়ন মুক্তি পাবে এই বছর। আগামী সপ্তাহে মুক্তি পাবে আলি আব্বাস জ়াফরের ‘তাণ্ডব’।

স্বল্প পরিচিত আনন্দ তিওয়ারির ‘বন্দিশ ব্যান্ডিটস’ গত বছর দর্শকের অন্যতম পছন্দের সিরিজ়গুলির মধ্যে একটি। আবার ‘১০২ নট আউট’খ্যাত পরিচালক উমেশ শুক্ল নরেন্দ্র মোদীর সিরিজ় পরিচালনা করেছেন। তাই ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু ওটিটিকে এখন প্রাধান্য দিচ্ছেন। ভন্সালী বা শেট্টির নাম সে ক্ষেত্রে আলাদা ওজন যোগ করে বইকি।

সঞ্জয়ের সিরিজ়টি পিরিয়ড ড্রামা বলে শোনা যাচ্ছে। মুখ্য নারীচরিত্রে দেখা যেতে পারে রিচা চড্ডাকে। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ওটিটির খবরদারি এড়াতে এখনই কোনও সংস্থার কাছে সিরিজ়ের স্বত্ব বিক্রি করেননি সঞ্জয়। সিরিজ়ের কাজ শেষ হলেই তা করবেন তিনি।

অন্য বিষয়গুলি:

OTT Platform Sanjay Leela Bhanshali Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy