লাল কার্পেটে পা রাখলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। আচমকাই লাইমলাইট ঘুরে গেল তাঁদের দিকেই। হাজার আলোর ঝলকানি, পাপারাৎজিদের ভিড় পেরিয়ে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৬২তম গ্র্যামির মঞ্চে নিককে সঙ্গে নিয়ে পা রাখতে মুহূর্তেই নজরের কেন্দ্রবিন্দুতে ‘দেশি গার্ল’। সৌজন্যে তাঁর চোখধাঁধানো ‘গ্র্যামি লুক’ এবং অবশ্যই ডিপ ভি-নেক লংগাউন।