Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Gigi Hadid

গাঁজা-সহ পুলিশের জালে জিজি হাদিদ, হাজতবাস থেকে কী ভাবে রক্ষা পেলেন সুপারমডেল?

আমেরিকার অন্যতম জনপ্রিয় সুপারমডেল তিনি। চোখধাঁধানো পোশাক ও দুরন্ত র‌্যাম্পওয়াকের কারণেই সাধারণত চর্চায় থাকেন তিনি। তবে এ বার এক গুরুতর কারণে শিরোনামে উঠে এল জিজি হাদিদের নাম।

Gigi Hadid.

সুপারমডেল জিজি হাদিদ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ২১:৫০
Share: Save:

এই মুহূর্তে আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ। ‘ভার্সাচে’ থেকে ‘শ্যানেল’, একাধিক বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র‌্যাম্পে হেঁটেছেন তিনি। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকেও অংশগ্রহণ করেছিলেন জিজি। সেই উপলক্ষেই ছিলেন ফ্রান্সে। সেখান থেকে ফেরার সময়েই ঘটল বিপত্তি। সম্প্রতি গাঁজা-সহ বিমানবন্দরে ধরা পড়েন জিজি। সঙ্গে ছিলেন তাঁর খুব কাছের বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি। খবর, কেম্যান আইল্যান্ডস থেকে ফেরার পথে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে গাঁজা-সহ ধরা পড়েন তাঁরা।

চলতি মাসের প্রথম দিকে প্যারিস ফ্যাশন উইকের কারণে ফ্রান্সে উপস্থিত ছিলেন জিজি। তার দিন কয়েক পরেই ঘটে এই ঘটনা। খবর, কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজা-সহ ধরা পড়েন জিজি ও লিয়া। যদিও তাঁদের কাছে খুব পরিমাণেই মাদক ছিল বলে খবর। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাঁদের গ্রেফতার করা হয়। খবর, মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া। এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সুপারমডেল।

সাম্প্রতিক কালে ব্যক্তিগত জীবনের কারণে একাধিক বার চর্চায় উঠে এসেছে জিজির নাম। হলিউডে কানাঘুষো, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। একাধিক বার তাঁর সঙ্গে দেখাও গিয়েছে জিজিকে। যদিও প্রেমের কথা কখনও স্বীকার করেননি জিজি বা লিও কেউই। এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর প্রাক্তন সদস্য জ়ায়ান মালিকের সঙ্গে বছর ছয়েক প্রেমের সম্পর্কে ছিলেন জিজি। তাঁদের এক সন্তানও রয়েছে, যার বয়স আড়াই বছর।

অন্য বিষয়গুলি:

Gigi Hadid Bella Hadid Hollywood Leonardo DiCaprio Zayn Malik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy