Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Gauri Khan Suhana Khan

মেকআপ ছাড়া কেমন দেখতে সুহানা? প্রকাশ্যে ছবি

নেটদুনিয়ায় তাঁর হাজারও ছবি। তবে তার প্রায় বেশিরভাগই ‘উইথ মেক আপ’। এ বার প্রকাশ্যে এল সুহানার নো-মেক আপ লুক। সৌজন্যে তাঁর মা গৌরি খান। গৌরি নিজেই ইনস্টাগ্রামে মেয়ের মেকআপ ছাড়া লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। খোলা চুলে, অফশোল্ডার টপে সুহানাকে যেন চেনাই দায়! নেটিজেনদের বেশিরভাগেরই মতে মেকআপ ছাড়া তিনি অনেক বেশি ‘অরিজিনাল’।

সুহানা খান।

সুহানা খান।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২০ ১৭:৩৫
Share: Save:

চড়া মেকআপ, ফেক আইল্যাশ, গ্লিটার আইশেডোতেই ধরা দেন বলিপাড়ার সেলেবকিডরা। নো মেক আপ লুকে তাঁদের দেখা পাওয়া বড়ই দুষ্কর। শাহরুখ কন্যা সুহানাও এর ব্যতিক্রম নন। জিম আউটফিটে কদাচিৎ পাপারাৎজির লেন্সে ধরা দিলেও তাতে নিজেকে লুকনোর প্রচেষ্টা করেছেন তাঁরা।শাহরুখ কন্যা সুহানাও এর ব্যতিক্রম নন।

নেটদুনিয়ায় তাঁর হাজারও ছবি। তবে তার প্রায় বেশিরভাগই ‘উইথ মেক আপ’। এ বার প্রকাশ্যে এল সুহানার নো-মেক আপ লুক। সৌজন্যে তাঁর মা গৌরি খান। গৌরি নিজেই ইনস্টাগ্রামে মেয়ের মেকআপ ছাড়া লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। খোলা চুলে, অফশোল্ডার টপে সুহানাকে যেন চেনাই দায়! নেটিজেনদের বেশিরভাগেরই মতে মেকআপ ছাড়া তিনি অনেক বেশি ‘অরিজিনাল’।

সুহানার ছবিতে কমেন্ট করেছেন অভিনেত্রী জ্যাকলিনও। “তুমি সুন্দর”, কমেন্ট করেছেন মাহি কপূর, সুজান খানও। এত সব কমেন্টের ভিড়ে যাঁর কমেন্টটি সবচেয়ে বেশি নজর কেড়েছে তিনি অনন্যা পাণ্ডে। চাঙ্কি কন্যা অনন্যা কিন্তু সুহানার বেস্ট ফ্রেন্ড। সুহানার টপে মুগ্ধ অনন্যা লিখেছেন, “কী সুন্দর টপ সু। কিন্তু তুমি তো আমায় পরতেই দেবে না!” সুহানার উত্তর, “আগে যে টপগুলো নিয়ে গিয়েছিলে সে গুলো ফেরত দাও।” তবে এখনই যে সে গুলো ফেরত দিচ্ছেন না তিনি সে কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন অনন্যা। সেলেব কিডদের মধেও এ রকম জামাকাপড় আদানপ্রদান চলে তবে! অবাক নেটাগরিকরা।

No hair !!!!! No make up !!!! Just my photography!!!!

A post shared by Gauri Khan (@gaurikhan) on

মাস খানেক আগেই ইনস্টাগ্রামে অফিশিয়ালি এন্ট্রি নিয়েছেন সুহানা। আর এন্ট্রি নেওয়া ইস্তক একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন তিনি। মায়ের তোলা এই ছবিগুলোও তিনি শেয়ার করেছেন নিজের অ্যাকাউন্টে। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সুহানা লকডাউন শুরু হওয়ার আগেই মুম্বইয়ে নিজের বাড়ি চলে আসেন। আপাতত বাবা শাহরুখ, মা গৌরি, দাদা আরিয়ান এবং ভাই আব্রামের সঙ্গে লকডাউন যাপন করছেন তিনি।

আরও পড়ুন- অনলাইন প্ল্যাটফর্মে 'শকুন্তলা দেবী' মুক্তি নিয়ে মুখ খুললেন বিদ্যা আর যিশু

অন্য বিষয়গুলি:

Gauri Khan Suhana Khan Bollywood Ananya Pandey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy