Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Rocky aur Rani Kii Prem Kahaani

বঙ্গতনয়া আলিয়া, অভিভাবক টোটা এবং চূর্ণী! প্রকাশ্যে কর্ণের ছবির প্রথম ঝলক

প্রকাশ্যে এল কর্ণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির ফার্স্ট লুক। টলিউ়ড থেকে এই ছবিতে রয়েছেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।

First Look of Tota Roychowdhury and Churni Ganguly from the movie Rocky aur Rani kii Prem Kahaani revealed by director Karan Johar

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে টোটা এবং চূর্ণীকে কী ভাবে পাওয়া যাবে? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৩:৪৯
Share: Save:

২৫ মে কর্ণ জোহরের জন্মদিন। এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল পরিচালকের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রথম ঝলক। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট। তাঁদের লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে টলিপাড়া থেকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।

এ যাবৎ নির্মাতাদের তরফে এই ছবি নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলা নিষেধ ছিল। বিভিন্ন সময়ে টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছে, টোটা এবং চূর্ণী কি ছবিতে বাঙালি চরিত্রেই অভিনয় করেছেন? তাঁদের সম্পর্ক কী রকম? না, দুই অভিনেতাই এত দিন এ নিয়ে মুখ খোলেলনি। তবে বৃহস্পতিবার প্রযোজনা সংস্থার তরফে এই ছবিতে তাঁদের যে ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, তা দু’জনের চরিত্রের বিষয়ে ধোঁয়াশা কাটিয়েছে। রনধওয়া এবং চট্টোপাধ্যায়— এই দুই পরিবারের গল্প নিয়েই ছবি। সেখানে চট্টোপাধ্যায় পরিবারের চরিত্রদের মধ্যে দেখা যাচ্ছে আলিয়াকে। অভিনেত্রীর দু’পাশে বসে রয়েছেন টোটা এবং চূর্ণী। অর্থাৎ এই প্রথম কোনও বাঙালি চরিত্রে দর্শক দেখবেন আলিয়াকে। অনুমান করা যায় আলিয়ার অভিভাবকের চরিত্রেই রয়েছেন দুই বাঙালি শিল্পী।

তাঁরা কি স্বামী-স্ত্রীর চরিত্রে? এই প্রসঙ্গে এখনও মুখ খুলতে নারাজ টোটা। আনন্দবাজার অনলাইনকে হাসতে হাসতে অভিনেতা বললেন, ‘‘এখনই রহস্যটা ফাঁস করতে চাইছি না। আর তো কয়েকটা মাত্র দিন। ধীরে ধীরে দর্শক ঠিকই বুঝতে পারবেন।’’ ফার্স্ট লুকে বাঙালি পাঞ্জাবিতে টোটা। নিজেকে কেমন লাগছে তাঁর? অভিনেতা বললেন, ‘‘আমি অত্যন্ত আনন্দিত। আসলে সেট থেকে শুরু করে আমাদের পোশাক পরিকল্পনা, প্রতিটা জিনিসের মধ্যেই কর্ণের ব্যক্তিগত ছোঁয়া রয়েছে। এতটাই খুঁতখুঁতে মানুষ উনি।’’ জন্মদিনে কর্ণকে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন টোটা। অভিনেতা বললেন, ‘‘বৃহস্পতিবার সকাল থেকেই এই ছবি এবং সাক্ষাৎকার নিয়ে কর্ণ ব্যস্ত থাকবেন বলে ওঁর টিমের তরফে দিন কয়েক আগেই আমাকে জানিয়ে দেওয়া হয়। তাই ওঁরা ফোন করতে বারণ করেছিলেন। আমি মেসেজ করে রেখেছি। পরে নিশ্চয়ই উত্তর আসবে।’’

চূর্ণীর যে লুকটি প্রকাশ্যে এসেছে সেখানে অভিনেত্রীকে ফুল তোলা হলুদ ফুলিয়ার জামদানি শাড়িতে দেখা যাচ্ছে। নিজের লুক দেখে অভিনেত্রীও উচ্ছ্বসিত। আনন্দবাজার অনলাইনকে চূর্ণী বললেন, ‘‘শুটিংয়ের সময় আমি তো কলকাতা থেকে আমার ব্যক্তিগত রূপটানশিল্পী বা হেয়ার ড্রেসার নিয়ে যেতে পারিনি। কারণ প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল, সবটাই ওরা করবেন।’’

এই প্রসঙ্গেই অভিনেত্রী বললেন, ‘‘পিউ নামের যে মেয়েটি আমার লুক সেট করেছেন, উনি খুব ভেবেচিন্তে এবং যত্ন করে কাজটা করেছেন।’’ এই ছবিকে একটা সম্পূর্ণ বিনোদনের প্যাকেজ হিসাবেই উল্লেখ করতে চাইছেন চূর্ণী। বৃহস্পতিবার সকাল থেকেই চূর্ণীর ব্যস্ততা তুঙ্গে। এক দিকে চলছে ‘অর্ধাঙ্গিনী’র প্রচারপর্ব। এ বারে ঢাকে কাঠি পড়ল ‘রকি অউর রানি...’-এর। বললেন, ‘‘একটু বিরতি পেলেই কর্ণকে জন্মদিনে শুভেচ্ছা জানাব।’’

অন্য বিষয়গুলি:

Bollywood Movie Karan Johar Tota Roy Chowdhury Churni Ganguly Alia Bhatt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy