Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Brahma janen gopon kommoti

ব্রহ্মা জানেন ঋতাভরীর ‘গোপন কম্ম’ কী?

পরিচালনার দায়িত্বভার না নিলেও ছবি প্রযোজনার গুরুভার তুলে নিয়েছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি।

ছবির পোস্টারের ফার্স্ট লুক।

ছবির পোস্টারের ফার্স্ট লুক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২২
Share: Save:

এক হাতে শঙ্খ, অন্য হাতে স্যানিটারি ন্যাপকিন। এক হাতে পদ্ম, অন্য হাতে ধরা রয়েছে ‘পি-সেফ’। মহালয়ার দিনেই প্রকাশ পেল উইন্ডোজের পরবর্তী চমক ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-রফার্স্ট লুক। প্রধান চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর দশ হাতেই কখনও শোভা পাচ্ছে শঙ্খ, আবার কখনও বা তিনি ধরে রয়েছেন পি-সেফ। আপনার মনে হতেই পারে ‘অক্সিমোরোন’,কেমন যেন বিসদৃশ। সেই সোশ্যালট্যাবুকেই ভাঙতে চেয়েছেন কি পরিচালক অরিত্র মুখোপাধ্যায়? এই একবিংশ শতকে এসেও পিরিয়ডস নিয়ে ছুঁৎমার্গ এখনও দৃশ্যমান। লিঙ্গ বৈষম্য নিয়ে হাজারটা রোড শো, সেমিনার হওয়া সত্ত্বেও সমাজের আনাচেকানাচে তার প্রমাণ পেয়ে থাকি সবাই। তাই পুজো মানে যে শুধু নতুন জামাকাপড় নয়, নতুন ভাবনা, নতুন মানসিকতা, নতুন ভাবে ভাবতে শেখা, সেই বার্তাই ছবির মাধ্যমে দিতে চলেছেন পরিচালক। মা দুর্গাও নারী। তাই লিঙ্গবৈষম্যের রাজনীতিতে যা কিছু নিষিদ্ধ তাই ভাঙতে চাইছেন গোটা টিম। এখান থেকেই তবে শুরু হতে চলেছে নতুন করে ভাবতে শেখার অঙ্গীকার? প্রশ্নটা ছুড়ে দিচ্ছে প্রথম পোস্টারটিই।

ঋতাভরী ছাড়াও ছবির আর এক প্রধান চরিত্রে রয়েছেন ‘কবীর সিং’খ্যাত সোহম মজুমদার। সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্ব বর্তেছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ওপর।

পরিচালনার দায়িত্বভার না নিলেও ছবি প্রযোজনার গুরুভার তুলে নিয়েছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। সব ঠিক থাকলে পরের বছরই হলে আসবে ওই ছবি।

আরও পড়ুন: মুভি রিভিউ ‘রাজলক্ষ্ণী ও শ্রীকান্ত’: নিজস্ব ভাষা তৈরি করে নিয়েছেন পরিচালক

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE