Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Kim sharma

ব্যর্থ কেরিয়ার, বিয়ের আগে পরে বহু প্রেম, এই বলি নায়িকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন পরিচারিকাও

এক সময়ে চুটিয়ে সিনেমা করেছেন। শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। আবার রিয়েল লাইফে তারকা ক্রিকেটারের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। চিনতে পারছেন এই বলি অভিনেত্রীকে?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৮
Share: Save:
০১ ১৯
এক সময়ে চুটিয়ে সিনেমা করেছেন। শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। আবার রিয়েল লাইফে তারকা ক্রিকেটারের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। চিনতে পারছেন এই বলি অভিনেত্রীকে?

এক সময়ে চুটিয়ে সিনেমা করেছেন। শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। আবার রিয়েল লাইফে তারকা ক্রিকেটারের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। চিনতে পারছেন এই বলি অভিনেত্রীকে?

০২ ১৯
এক সময়ে এই নায়িকার সঙ্গে এই তারকা ক্রিকেটারের সম্পর্ক নিয়ে বহু জল্পনা ছিল বলিউডের অন্দরে। এক সঙ্গে নৈশভোজ, পার্টি, সিনেমা দেখা-সহ অনেক জায়গাতেই দেখা যেত তাঁকে ও এই তারকা ক্রিকেটারকে। ইনি কিম শর্মা, ‘মহব্বতেঁ’র সঞ্জনা। মনে পড়ে তাঁকে?

এক সময়ে এই নায়িকার সঙ্গে এই তারকা ক্রিকেটারের সম্পর্ক নিয়ে বহু জল্পনা ছিল বলিউডের অন্দরে। এক সঙ্গে নৈশভোজ, পার্টি, সিনেমা দেখা-সহ অনেক জায়গাতেই দেখা যেত তাঁকে ও এই তারকা ক্রিকেটারকে। ইনি কিম শর্মা, ‘মহব্বতেঁ’র সঞ্জনা। মনে পড়ে তাঁকে?

০৩ ১৯
‘ডর’, ‘মহব্বতেঁ’, ‘ফিদা’— এই হিন্দি ছবিগুলির কথা মনে পড়ে? এ সব ছবির কমন ফ্যাক্টর অভিনেত্রী ছিলেন কিম।

‘ডর’, ‘মহব্বতেঁ’, ‘ফিদা’— এই হিন্দি ছবিগুলির কথা মনে পড়ে? এ সব ছবির কমন ফ্যাক্টর অভিনেত্রী ছিলেন কিম।

০৪ ১৯
১৯৮০ সালে জন্ম মহারাষ্ট্রে। এর পর মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু। দিল্লিতে বেড়াতে গিয়ে নাকি আচমকা অফার আসে এই পেশায় আসার। এর পর একাধিক নামী ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন। অভিনয় করেছেন ১৮টি বলিউড ছবিতে।

১৯৮০ সালে জন্ম মহারাষ্ট্রে। এর পর মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু। দিল্লিতে বেড়াতে গিয়ে নাকি আচমকা অফার আসে এই পেশায় আসার। এর পর একাধিক নামী ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন। অভিনয় করেছেন ১৮টি বলিউড ছবিতে।

০৫ ১৯
সম্পর্কে বলিউড অভিনেতা অর্জুন রামপালের তুতো বোন কিম। যদিও দাদার সঙ্গে কখনও স্ক্রিন শেয়ার করেননি তিনি।

সম্পর্কে বলিউড অভিনেতা অর্জুন রামপালের তুতো বোন কিম। যদিও দাদার সঙ্গে কখনও স্ক্রিন শেয়ার করেননি তিনি।

০৬ ১৯
২০০০ সালে ঐশ্বর্যা-শাহরুখের পাশে ‘মহব্বতেঁ’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন কিম। সেই ফিল্মের সেট থেকেই প্রেম অভিনেতা যুগল হংসরাজের সঙ্গে। যদিও সে প্রেম ছিল ক্ষণস্থায়ী।

২০০০ সালে ঐশ্বর্যা-শাহরুখের পাশে ‘মহব্বতেঁ’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন কিম। সেই ফিল্মের সেট থেকেই প্রেম অভিনেতা যুগল হংসরাজের সঙ্গে। যদিও সে প্রেম ছিল ক্ষণস্থায়ী।

০৭ ১৯
এর পর ২০০৩ সাল পর্যন্ত এক ভিডিয়ো জকি যুধিষ্ঠিরের সঙ্গে নাকি কিম সম্পর্কে ছিলেন।

এর পর ২০০৩ সাল পর্যন্ত এক ভিডিয়ো জকি যুধিষ্ঠিরের সঙ্গে নাকি কিম সম্পর্কে ছিলেন।

০৮ ১৯
এর পরেই ২০০৪ সালে তাঁর জীবনে আসেন যুবরাজ সিংহ। ভারতের তারকা ক্রিকেটারের সঙ্গে বহু বার দেখা গিয়েছে তাঁকে। যখন তাঁদের নিয়ে গুঞ্জন চরমে ওঠে, তখনই ব্রেক আপ হয়ে যায় তাঁদের। শোনা যায়, যুবরাজ নাকি কিমকে বিয়ে করতে অস্বীকার করেন। পরে ২০১৯ সালে একটি পার্টিতে সস্ত্রীক যুবির সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছিল কিমকে।

এর পরেই ২০০৪ সালে তাঁর জীবনে আসেন যুবরাজ সিংহ। ভারতের তারকা ক্রিকেটারের সঙ্গে বহু বার দেখা গিয়েছে তাঁকে। যখন তাঁদের নিয়ে গুঞ্জন চরমে ওঠে, তখনই ব্রেক আপ হয়ে যায় তাঁদের। শোনা যায়, যুবরাজ নাকি কিমকে বিয়ে করতে অস্বীকার করেন। পরে ২০১৯ সালে একটি পার্টিতে সস্ত্রীক যুবির সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছিল কিমকে।

০৯ ১৯
যুবরাজের পর স্পেনের বিখ্যাত গায়ক কার্লোস মারিনের সঙ্গেও কিমের স্বল্পকালীন সম্পর্ক ছিল বলে শোনা যায়। ২০০৮ সালে নাকি তাঁদের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল। কিন্তু সে সম্পর্কও পরিণতি পায়নি।

যুবরাজের পর স্পেনের বিখ্যাত গায়ক কার্লোস মারিনের সঙ্গেও কিমের স্বল্পকালীন সম্পর্ক ছিল বলে শোনা যায়। ২০০৮ সালে নাকি তাঁদের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল। কিন্তু সে সম্পর্কও পরিণতি পায়নি।

১০ ১৯
২০১০-এ কেনিয়ার ব্যবসায়ী আলি পুনজানিকে বিয়ে করেছিলেন কিম। কেনিয়ায় নতুন সংসার পেতেছিলেন। কয়েক বছর পরে সেই সম্পর্কে ফাটল ধরে।

২০১০-এ কেনিয়ার ব্যবসায়ী আলি পুনজানিকে বিয়ে করেছিলেন কিম। কেনিয়ায় নতুন সংসার পেতেছিলেন। কয়েক বছর পরে সেই সম্পর্কে ফাটল ধরে।

১১ ১৯
এক সময় শোনা গিয়েছিল, কিমকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তাঁর স্বামী আলি পুনজানি। সে সময় যদিও সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা।

এক সময় শোনা গিয়েছিল, কিমকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তাঁর স্বামী আলি পুনজানি। সে সময় যদিও সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা।

১২ ১৯
২০১৬ সালে আলিকে ছেড়ে কিম নাকি ভারতে ফিরে আসতে বাধ্য হন। তার পরই নাকি এক বলি অভিনেতার প্রেমে পড়েন নায়িকা।

২০১৬ সালে আলিকে ছেড়ে কিম নাকি ভারতে ফিরে আসতে বাধ্য হন। তার পরই নাকি এক বলি অভিনেতার প্রেমে পড়েন নায়িকা।

১৩ ১৯
শোনা যায় কিম নাকি ডেট করছেন অভিনেতা হর্ষবর্ধন রানেকে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে কিম লেখেন, ‘হ্যাপি বার্থডে বেবি…।’ সে কথা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় গুঞ্জন।

শোনা যায় কিম নাকি ডেট করছেন অভিনেতা হর্ষবর্ধন রানেকে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে কিম লেখেন, ‘হ্যাপি বার্থডে বেবি…।’ সে কথা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় গুঞ্জন।

১৪ ১৯
এক বন্ধুর মাধ্যমে কিম এবং হর্ষবর্ধনের আলাপ হয়েছিল। একটি ফ্যাশন শো-এ প্রথম দু’জনে ক্যামেরার সামনে আসেন। তার পর থেকেই তাঁদের মধ্যে নাকি ঘনিষ্ঠতার শুরু।

এক বন্ধুর মাধ্যমে কিম এবং হর্ষবর্ধনের আলাপ হয়েছিল। একটি ফ্যাশন শো-এ প্রথম দু’জনে ক্যামেরার সামনে আসেন। তার পর থেকেই তাঁদের মধ্যে নাকি ঘনিষ্ঠতার শুরু।

১৫ ১৯
ডিজাইনার অর্জুন খন্নার সঙ্গে কিমের সম্পর্কের গসিপ শোনা গিয়েছিল, বলিউডের বেশ কয়েকটি পত্র-পত্রিকায় সে কথা প্রকাশিত হয়। কিমের জন্যই নাকি অর্জুনের সঙ্গে তাঁর স্ত্রী শেফালির সাংসারিক অশান্তি চরমে ওঠে। এমনকি কিম ও অর্জুন লিভ টুগেদার করতেন বলেও শোনা গিয়েছিল।

ডিজাইনার অর্জুন খন্নার সঙ্গে কিমের সম্পর্কের গসিপ শোনা গিয়েছিল, বলিউডের বেশ কয়েকটি পত্র-পত্রিকায় সে কথা প্রকাশিত হয়। কিমের জন্যই নাকি অর্জুনের সঙ্গে তাঁর স্ত্রী শেফালির সাংসারিক অশান্তি চরমে ওঠে। এমনকি কিম ও অর্জুন লিভ টুগেদার করতেন বলেও শোনা গিয়েছিল।

১৬ ১৯
তবে পুনজানির সঙ্গে বিচ্ছেদের পর চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েন কিম। শোনা যায়, প্রায় কপর্দকশূন্য অবস্থায় মুম্বই ফিরে এসেছিলেন তিনি।

তবে পুনজানির সঙ্গে বিচ্ছেদের পর চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েন কিম। শোনা যায়, প্রায় কপর্দকশূন্য অবস্থায় মুম্বই ফিরে এসেছিলেন তিনি।

১৭ ১৯
এর পর বাড়ির পরিচারিকা কিমের নামে থানায় অভিযোগ করেন। জানান, তাঁকে বেতন দেওয়া হচ্ছে না। ছ’মাস কিমের বাড়িতে কাজ করতেন নম্রতা নামের ওই মহিলা।

এর পর বাড়ির পরিচারিকা কিমের নামে থানায় অভিযোগ করেন। জানান, তাঁকে বেতন দেওয়া হচ্ছে না। ছ’মাস কিমের বাড়িতে কাজ করতেন নম্রতা নামের ওই মহিলা।

১৮ ১৯
তবে কিমের বিরুদ্ধে এ হেন অভিযোগ প্রথম নয়। এর আগের পরিচারিকাকেও নাকি কিম অপমান করে তাড়িয়ে দেন। কারণ অন্য রঙের সঙ্গে সাদা রঙের জামা কাচতে দিয়েছিলেন ওই পরিচারিকা।

তবে কিমের বিরুদ্ধে এ হেন অভিযোগ প্রথম নয়। এর আগের পরিচারিকাকেও নাকি কিম অপমান করে তাড়িয়ে দেন। কারণ অন্য রঙের সঙ্গে সাদা রঙের জামা কাচতে দিয়েছিলেন ওই পরিচারিকা।

১৯ ১৯
একের পর এক সম্পর্ক, ব্যর্থ প্রেম, কেরিয়ার এ সবের মাঝেও লকডাউন পর্বে ইনস্টাগ্রামে একের পর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের সঙ্গে সময় কাটিয়েছেন, পোস্টে লিখেছেন এমনই। শোনা যাচ্ছে, একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যেতে পারে তাঁকে।

একের পর এক সম্পর্ক, ব্যর্থ প্রেম, কেরিয়ার এ সবের মাঝেও লকডাউন পর্বে ইনস্টাগ্রামে একের পর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের সঙ্গে সময় কাটিয়েছেন, পোস্টে লিখেছেন এমনই। শোনা যাচ্ছে, একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যেতে পারে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy