অভিমান হয়েছে পরিচালক রাজর্ষি দে-র। পরিচালকের দাবি, এটা নাকি তাঁর আত্মোপলব্ধি! যার জেরে ‘সাদা রঙের পৃথিবী’র পরিচালকের সিদ্ধান্ত, কিছু দিন ছবি পরিচালনা থেকে বিরতি নেবেন। তবে তিনি একেবারেই কর্মবিমুখ হচ্ছেন না। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, তিনি ছোট পর্দার জন্য ছবি বা ধারাবাহিক বানাবেন কিংবা ওয়েব প্ল্যাটফর্মের জন্য সিরিজ়। রাজর্ষি মঞ্চ থেকে উঠে এসেছেন। ফের সেখানে ফিরতে মন চাইছে তাঁর!
হঠাৎ কেন পরিচালকের এই অভিমান কিংবা আত্মোপলব্ধি? যার জেরে ছবি পরিচালনা থেকে সাময়িক বিরতি নিতে চাইছেন!
প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার ছবি তারকাখচিত। অবশ্যই ব্যয়বহুল। প্রযোজকেরা সহযোগিতা না করলে বানাতেই পারতাম না। তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলছি, প্রথম সারির প্রযোজকেরা আমাকে এখনও ছবি বানাতে ডাকেন না! আর কবে ওঁরা সুযোগ দেবেন?” কথাপ্রসঙ্গে রাজর্ষি এসভিএফ, ফ্রেন্ডস কমিউনিকেশন-সহ বেশ কিছু প্রথম সারির প্রযোজনা সংস্থার নাম উল্লেখ করেছেন। কাকতালীয় ভাবে, শুক্রবার ২০২৫-এর একগুচ্ছ ছবি, সিরিজ়ের নাম যৌথ ভাবে ঘোষণা করেছে এসভিএফ ও হইচই প্ল্যাটফর্ম। সেখানে খ্যাতনামী পরিচালকদের সঙ্গে সুযোগ পাচ্ছেন নতুন পরিচালকেরাও।
আরও পড়ুন:
রাজর্ষি সেই ডাক পাননি। তাই কি তাঁর অভিমান? এ কথা মানতে নারাজ তিনি। পাল্টা বলেছেন, “আমি জানি, শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি প্রতিভা খুঁজে নিতে জানেন। প্রয়োজনে ওঁরা নিজেরা যোগাযোগ করে নেন। আমি সেই জায়গায় পৌঁছতে পারিনি বলেই ওঁরা ডাকেননি।” সম্প্রতি টলিউডে পরিচালকদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যার জেরে অনেক পরিচালক ছবি পরিচালনা করতে ভয় পাচ্ছেন। রাজর্ষি অবশ্য সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, “মনে হচ্ছে আমার মধ্যে খামতি রয়েছে। বিষয়ভাবনা আরও বাণিজ্যিক করতে হবে। পরিচালনাতেও আরও চৌকস হতে হবে। বেশির ভাগ ছবি নারীকেন্দ্রিক। এক ঝাঁক অভিনেত্রীরা থাকেন। সেটাও ইন্ডাস্ট্রি ভাল চোখে দেখে না। কারণ, এখনও বিনোদন দুনিয়া পুরুষশাসিত। এই ফাঁক ভরাট করতে হবে।”
নিজেকে আরও প্রস্তুত করতেই ‘ও মন ভ্রমণ’-সহ আরও একটি ছবির কাজ সেরে বিরতি নেবেন রাজর্ষি। জানিয়েছেন, ফিরে এসে আরও বড় মাপের বাংলা অথবা হিন্দি ছবি বানাতে চান।