Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Entertainment News

প্রযোজক দেবের প্রথম পুরস্কার…

মাত্র দেড় বছর হল প্রযোজনা শুরু করেছেন। কিন্তু এর মধ্যেই চেনা ছকের বাইরে গিয়ে ছবি করেছেন দেব। ঝুঁকি নিয়েছেন কনটেন্ট নিয়েও। এ কথা মেনে নেন টলি মহলের একটা অংশ।

পুরস্কার হাতে দেব। ছবি: টুইট থেকে গৃহীত।

পুরস্কার হাতে দেব। ছবি: টুইট থেকে গৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪২
Share: Save:

২৩ জুন, ২০১৭। একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল টলিউডে। কারণ মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যাম্প’। নতুন অধ্যায় শুরু করেছিলেন দেব। প্রযোজক হিসেবে নিজের জার্নি শুরু করেছিলেন।

এর পর ‘ককপিট’, ‘কবীর’, ‘হইচই আনলিমিটেড’— এর মতো ছবির প্রযোজনা করেছেন তিনি। কখনও কমলেশ্বর মুখোপাধ্যায়, কখনও বা অনিকেত চট্টোপাধ্যায় পরিচালকের দায়িত্ব সামলেছেন। সদ্য প্রযোজক হিসেবে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এবং ‘পাসওয়ার্ড’— নতুন দু’টি ছবিরও ঘোষণা করেছেন। কিন্তু প্রযোজক হিসেবে পুরস্কার? না! এতদিন মুকুটে সে পালক লাগেনি। তবে এ বার এল। প্রযোজক হিসেবে বৃহস্পতিবার মুম্বইতে আইআইএফটিসি অ্যাওয়ার্ড পেলেন দেব। দেড় বছরে প্রথম বার।

মাত্র দেড় বছর হল প্রযোজনা শুরু করেছেন। কিন্তু এর মধ্যেই চেনা ছকের বাইরে গিয়ে ছবি করেছেন দেব। ঝুঁকি নিয়েছেন কনটেন্ট নিয়েও। এ কথা মেনে নেন টলি মহলের একটা অংশ। সেই কাজের পুরস্কারে স্বভাবতই খুশি দেব। ‘‘খুবই সম্মানিত মনে হচ্ছে। আমার দর্শকের আশীর্বাদ এবং শুভাকাঙ্খীদের ভালবাসা ছাড়া এটা সম্ভব হত না’’ শেয়ার করলেন নায়ক।

আরও পড়ুন, ‘শয়তানেরা আটকে দিলে তবে, এসপার ওসপার হবে’, গানেই প্রতিবাদ অনীকদের

দেখুন, বিনোদনের নানা কুইজ

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

অন্য বিষয়গুলি:

Dev দেব Tollywood Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE