পুরস্কার হাতে দেব। ছবি: টুইট থেকে গৃহীত।
২৩ জুন, ২০১৭। একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল টলিউডে। কারণ মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যাম্প’। নতুন অধ্যায় শুরু করেছিলেন দেব। প্রযোজক হিসেবে নিজের জার্নি শুরু করেছিলেন।
এর পর ‘ককপিট’, ‘কবীর’, ‘হইচই আনলিমিটেড’— এর মতো ছবির প্রযোজনা করেছেন তিনি। কখনও কমলেশ্বর মুখোপাধ্যায়, কখনও বা অনিকেত চট্টোপাধ্যায় পরিচালকের দায়িত্ব সামলেছেন। সদ্য প্রযোজক হিসেবে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এবং ‘পাসওয়ার্ড’— নতুন দু’টি ছবিরও ঘোষণা করেছেন। কিন্তু প্রযোজক হিসেবে পুরস্কার? না! এতদিন মুকুটে সে পালক লাগেনি। তবে এ বার এল। প্রযোজক হিসেবে বৃহস্পতিবার মুম্বইতে আইআইএফটিসি অ্যাওয়ার্ড পেলেন দেব। দেড় বছরে প্রথম বার।
মাত্র দেড় বছর হল প্রযোজনা শুরু করেছেন। কিন্তু এর মধ্যেই চেনা ছকের বাইরে গিয়ে ছবি করেছেন দেব। ঝুঁকি নিয়েছেন কনটেন্ট নিয়েও। এ কথা মেনে নেন টলি মহলের একটা অংশ। সেই কাজের পুরস্কারে স্বভাবতই খুশি দেব। ‘‘খুবই সম্মানিত মনে হচ্ছে। আমার দর্শকের আশীর্বাদ এবং শুভাকাঙ্খীদের ভালবাসা ছাড়া এটা সম্ভব হত না’’ শেয়ার করলেন নায়ক।
আরও পড়ুন, ‘শয়তানেরা আটকে দিলে তবে, এসপার ওসপার হবে’, গানেই প্রতিবাদ অনীকদের
My very first award as a Producer within 1.5 years of becoming one!
— Dev (@idevadhikari) February 22, 2019
So honoured to receive the #IIFTCAward in Mumbai last evening.
Like I always say, this wouldn’t have been possible without the love of my audience and the blessings of my well wishers.
Keep it coming always 🙏🏻 pic.twitter.com/ZSRbI9ZKoI
(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy