Advertisement
০২ নভেম্বর ২০২৪

‘টম, ডিক অ্যান্ড হ্যারি’র প্রত্যাবর্তন

পেয়িং গেস্ট হিসেবে থাকেন তিন জন সুদর্শন তরুণ। তাঁদের এক জন অন্ধ, এক জন মূক আর এক জন বধির। তাঁদের কাণ্ডকারখানা নিয়েই ২০০৬ সালের তৈরি হয়েছিল কমেডি ছবি ‘টম, ডিক অ্যান্ড হ্যারি’।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০০:০০
Share: Save:

পেয়িং গেস্ট হিসেবে থাকেন তিন জন সুদর্শন তরুণ। তাঁদের এক জন অন্ধ, এক জন মূক আর এক জন বধির। তাঁদের কাণ্ডকারখানা নিয়েই ২০০৬ সালের তৈরি হয়েছিল কমেডি ছবি ‘টম, ডিক অ্যান্ড হ্যারি’। অভিনেতা-পরিচালক দীপক তিজোরির সেই ছবি দর্শক মনে জায়গা করে নিয়েছিল। প্রায় এক যুগ পরে তিনি এই ছবির ‘সিক্যুয়েল’-এর কাজ শুরু করেছেন। চিত্রনাট্যের ভার রয়েছে পরিচালক অভিনেতা নীরজ ভোরার ওপর। প্রথম ছবিতে ডিনো মোরিয়া, জিমি শেরগিল ও অনুজ সহনির সঙ্গে ছিলেন সেলিনা জেটলি ও কিম শর্মা। নতুন ছবিতে পুরনোদের মধ্যে থাকবেন শুধু জিমি। বাকি দুই চরিত্রের জন্য শরমন জোশী ও আফতাব শিবদাসানিকে বেছে নিয়েছেন পরিচালক। পূজা চোপড়া, নাজিয়া হুসেন ও সানা খানকে দেখা যাবে তিন প্রধান নারী চরিত্রে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE