Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Jawan Update

ট্রেলার মুক্তির তর আর সইল না! তার আগেই ফাঁস হয়ে গেল ‘জওয়ান’-এ নয়নতারার ‘লুক’

বছরের শুরুতেই ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবি। এ বার ‘জওয়ান’-এর পালা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘জওয়ান’। তার আগেই প্রকাশ্যে এল ছবিতে দক্ষিণী তারকা নয়নতারার ঝলক।

Days before the trailer drops, Nayanthara’s look from Jawan gets leaked on the internet

(বাঁ দিকে) শাহরুখ খান। নয়নতারা (ডান দিকে)। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৯:৩৪
Share: Save:

২০১৮ সালে আনন্দ এল রাইয়ের ‘জ়িরো’ ছবির সৌজন্যে বক্স অফিসে ভরাডুবি হয়েছিল শাহরুখ খানের। ২০২৩ সালে সেই ভরাডুবি থেকে ঘুরে দাঁড়িয়েছেন শাহরুখ। বাদশাহোচিত ভঙ্গিতে প্রত্যাবর্তন করেছেন তিনি। বছর শুরু করেছেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবির মাধ্যমে। দেশ-বিদেশ মিলিয়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের এই ছবি। এ বার পালা ‘জওয়ান’-এর। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়ান ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ। দীর্ঘ জল্পনার পরে অবশেষে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা। চেন্নাইয়ে গিয়ে একাধিক বার তাঁর সঙ্গে শুটিংও করেছেন বাদশা। এ বার ‘জওয়ান’-এর ট্রেলার মুক্তির আগেই ফাঁস হয়ে গেল ছবিতে নয়নতারার ‘লুক’।

ছবি: টুইটার।

ব্লেজ়ার পরে চেয়ারে বসে নয়নতারা, সেই ঘরে লালচে আলোর আভা। খোলা চুল কাঁধের এক ধারে এনে পরিপাটি করে রাখ। চোখেমুখে বলিষ্ঠ বিভঙ্গি। সামনে রাখা এক গাছা সূর্যমুখী ফুল। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে এই ছবি। খবর, ‘জওয়ান’-এ নাকি এই লুকের ধরা দিতে চলেছেন নয়নতারা। কথা ছিল, ট্রেলারেই প্রথম প্রকাশিত হবে নয়নতারার লুক। তার আগেই ফাঁস হয়ে গেল ছবি।

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। তার আগে ছবির ট্রেলার মুক্তি নিয়েও উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের। আগামী ১২ জুলাই মুক্তি পেতে চলেছে হলিউড তারকা টম ক্রুজ়ের ‘মিশন: ইমপসিবল – ডেড রেকনিং পার্ট ওয়ান’। খবর, জনপ্রিয় এই হলিউড ছবি শুরুর আগেই প্রেক্ষাগৃহে দেখা যেতে চলেছে ‘জওয়ান’-এর ট্রেলার। সেই হিসাবে ১২ জুলাই মুক্তি পাচ্ছে ‘জওয়ান’-এর প্রচার ঝলক। ছবিতে শাহরুখ খান, নয়নতারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি ও সান্য মলহোত্র।

অন্য বিষয়গুলি:

Shah Rukh Khan Nayanthara Jawan Vijay Sethupathi Sanya Malhotra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy