শেষ হয়ে গেল একটা যুগ। প্রগ্রেসিভ রক-এর কিংবদন্তী ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’ চিরকালের জন্য তার ডানা গোটাল। সম্প্রতি ‘পিঙ্ক ফ্লয়েড’-এর বর্তমান দলপতি ডেভিড গিলমোর জানিয়েছেন, আর কখনওই ‘পিঙ্ক ফ্লয়েড’ মিলিত হবে না। দলের সুবর্ণযুগ পার হয়ে গিয়েছে। বর্তমানে রজার ওয়াটারস এবং নিক ম্যাসন সংগীত জগতে সক্রিয় থাকলেও ‘পিঙ্ক ফ্লয়েড’ আর সম্ভব নয়। গিলমোর জানিয়েছেন, ‘পিঙ্ক ফ্লয়েড’-এর স্বর্ণযুগে তাঁদের সাংগীতিক এনার্জির ৯৫ শতাংশ খরচ হয়ে গিয়েছে। পড়ে থাকা ৫ শতাংশ দিয়ে আর কিছু কি সম্ভব? বিশেষ করে ২০০৮-এ কি-বোর্ডিস্ট রিচার্ড রাইটসের প্রয়াণ দলকে একটা বড় ধাক্কা দেয়। তাঁকে বাদ দিয়ে নতুন কম্পোজিশন করা কঠিন হয়ে পড়ে। ভাঙা দল নিয়ে স্টেডিয়ামে ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ব্যানার লাগিয়ে কনসার্টে আর আগ্রহী নন ৬৯ বছরের রক-ভেটেরান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy