Advertisement
০৪ নভেম্বর ২০২৪

নাচের মধ্য দিয়ে দর্শকদের প্রতি ভালবাসা প্রকাশ হৃতিকের

তিনি অভিনেতা। কিন্তু নৃত্যশিল্পী হিসাবেও তাঁর সাফল্য প্রশ্নাতীত। তিনি বলিউডের তথাকথিত ‘গ্রিক গড’ হৃতিক রোশন। নৃত্যশিল্পকে বিনোদনের খুবই শক্তিশালী মাধ্যম বলে মনে করেন তিনি। তাই ‘এবিসিডি’-র মতো সিনেমাকে হাত খুলে মার্কস দেন অভিনেতা। এ প্রজন্মকে অনুপ্রাণিত এবং উত্সাহিত করতে এ ধরনের ছবি খুবই কার্যকর বলে মনে করেন হৃতিক। তাঁর দাবি, শারীরিক ভাবে সুন্দর থাকার জন্যও নাচ একটি সুন্দর মাধ্যম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ১২:০১
Share: Save:

তিনি অভিনেতা। কিন্তু নৃত্যশিল্পী হিসাবেও তাঁর সাফল্য প্রশ্নাতীত। তিনি বলিউডের তথাকথিত ‘গ্রিক গড’ হৃতিক রোশন। নৃত্যশিল্পকে বিনোদনের খুবই শক্তিশালী মাধ্যম বলে মনে করেন তিনি। তাই ‘এবিসিডি’-র মতো সিনেমাকে হাত খুলে মার্কস দেন অভিনেতা। এ প্রজন্মকে অনুপ্রাণিত এবং উত্সাহিত করতে এ ধরনের ছবি খুবই কার্যকর বলে মনে করেন হৃতিক। তাঁর দাবি, শারীরিক ভাবে সুন্দর থাকার জন্যও নাচ একটি সুন্দর মাধ্যম।

হৃতিক রোশনের প্রথম ছবি ‘কহো না প্যার হ্যায়’ থেকে শুরু করে তাঁর এ যাবত্ শেষ মুক্তিপ্রাপ্ত ‘ব্যাং ব্যাং’— প্রত্যেকটি ছবিতেই নাচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ‘কোই মিল গ্যায়া’, ‘ধুম ২’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ক্রিশ’ এমনকী ‘গুজারিশ’-এর মতো সিরিয়াস ছবিতেও দর্শকদের মুগ্ধ করেছেন তাঁর ‘স্টেপস’ দেখিয়ে। আগামী মাসে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ডস্। এবং তাতে অবশ্যই পারফর্ম করবেন হৃতিক। “আমি আমার সেরাটা দেব এই অনুষ্ঠানে”, ঘোষণা জুনিয়র রোশনের। দর্শক ও তাঁর ভক্তকুলের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ পাবে তাঁর নাচের মধ্য দিয়েই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE