Advertisement
E-Paper

Dance Banga Dance: চলছে সমাপ্তি পর্বের শ্যুট, বছরশেষেই শেষ ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো?

মনখারাপ দর্শক-অনুরাগীদের। তাঁদের আফশোস, এর মধ্যেই ফুরিয়ে গেল!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ১৫:২৮
Share
Save

বছর শেষের পথে। নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’-এও চলছে সমাপ্তি পর্বের শ্যুট। বিচারক শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, চার ‘গুরু’র অন্যতম ওম সাহানির ইনস্টাগ্রামে, স্টোরিতে তারই ঝলক। ছবিতে রাজ-ঘরনি দেখিয়েছেন, পায়ের আঘাত নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। সব দেখেশুনে বেশ মন খারাপ দর্শক-অনুরাগীদের। তাঁদের আফশোস, এর মধ্যেই ফুরিয়ে গেল?

আনন্দবাজার অনলাইনকে বিশদে জানালেন শো-এর অন্যতম সঞ্চালক বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘’২২ মে থেকে শুরু হয়েছিল শো। টানা ছ’মাস ধরে রেটিং তালিকায় দুর্দান্ত ফল করেছে। তার পর স্বাভাবিক নিয়মেই শেষ হয়ে যাচ্ছে অনুষ্ঠানটি।’’ তবে বিক্রমের আশ্বাস, এখনও অনেক পর্ব জমা রয়েছে। সমাপ্তি অনুষ্ঠানের শ্যুট শুরু হলেও এক্ষুণি রিয়্যালিটি শো শেষ হয়ে যাবে না।

জিৎ এবং শুভশ্রী।

জিৎ এবং শুভশ্রী।

এ বারের শো শুরু থেকেই ছিল তারকাখচিত। বিচারকের আসনে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, বলিউডের ‘হিরো নম্বর ১’ গোবিন্দা। চার গুরু হিসেবে দেবলীনা কুমার, ওম সাহানি, সৌমিলি বিশ্বাস, রিমঝিম মিত্র। এ ছাড়া, হরেক পর্বে বলিউড তারকাদের চোখ ধাঁধানো উপস্থিতি তো ছিলই। ইনস্টাগ্রামে ওমের পোস্ট করা ভিডিয়োয় তাঁর পরনে কমলার উপরে জরি কাজের পোশাক। মানানসই রঙিন জ্যাকেট। পিছনে লেখা গ্র্যান্ড ফিনালে। অর্থাৎ, শেষ পাতেও জাঁকজমক থাকছেই। আনন্দবাজার অনলাইনকে ওম বললেন, ‘‘মঙ্গলবার একটি প্রি-শ্যুট ক্যামেরাবন্দি হয়েছিল। বুধবার থেকে সমাপ্তি অনুষ্ঠানের শ্যুট শুরু হয়েছে। আপাতত মঞ্চে ছয় সেরা। সঙ্গে বিচারক, সঞ্চালক।’’

‘ডান্স বাংলা ডান্স’ দিয়েই সঞ্চালনায় হাতেখড়ি বিক্রমের। বন্ধু অঙ্কুশ হাজরাকে নিয়ে তিনি প্রথম শো-তেই বাজিমাৎ! তেমনই বলছেন দর্শকরা। কেমন সেই অভিজ্ঞতা? অতীত ছুঁতে গিয়ে অভিনেতার কথায় যেন বিচ্ছেদের সুর! জানালেন, দর্শকদের ভালবাসায় ভেসে এখন তাঁরও মনে হচ্ছে— ছ’মাস নয়, বড্ড তাড়াতাড়িই যেন শো শেষ হয়ে গেল! সঞ্চালকের দাবি, প্রথম প্রথম নাকি বেশ ভয় পেয়েছিলেন তিনি। আস্তে আস্তে পুরো ব্যাপারটি উপভোগ করেছেন। আবারও কি সঞ্চালনায় ফিরবেন? বিক্রম বললেন, ‘‘সময় সেটা বলবে।’’

বহু দিন পরে আবার ছোট পর্দায় ওম। তাঁর মনপসন্দ নাচের অনুষ্ঠানে। তাঁর গলায় উচ্ছ্বাস, ‘‘ছ’মাসের পথ চলা এক কথায় অসাধারণ। এত দিন পর্দায় প্রতিযোগীদের ঘষেমেজে তৈরি হওয়া দেখেছি। এ বার সামনাসামনি দেখলাম। এক এক সময়ে গায়ে কাঁটা দিয়ে উঠত! এঁরা নাচের জন্য কী না করতে পারেন! আঘাত, অসুস্থতাকে আমল দেননি এক দিনের জন্যও। কেবলই নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল ওঁদের।’’

প্রতিযোগীদের থেকেও অনেক কিছু শিখেছেন ওম, অকপটে জানিয়েছেন এ কথা। সেরা তিন প্রতিযোগীকে চ্যানেল কর্তৃপক্ষ সম্মানিত করবেন। ওম কি ব্যক্তিগত ভাবে কোনও প্রতিযোগীর পাশে দাঁড়াচ্ছেন? অভিনেতা জানালেন, তিনি শো চলাকালীনই ঘোষণা করেছিলেন প্রতিযোগীদের জন্য তাঁর শরীরচর্চা সংস্থার (ফিটনেস জিম) দরজা খোলা। ওমের মতে, ‘‘ভাল নাচতে গেলে ফিটনেস জরুরি। তাই এ ভাবেই আমি ওঁদের পাশে থাকতে চাই।’’

Dance Bangla Dance Dance Reality Show Zee Bangla

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}