যাদবপুরের পরিস্থিতি, ব্রাত্যের পাড়ায় এসএফআইয়ের মিছিল, ছাড়া পাবেন আহত ইন্দ্রানুজ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে পড়ুয়াদের একাংশ এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন পড়ুয়ারা। তাঁদের অন্যতম দাবি, আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের চিকিৎসার খরচ বহন করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শুক্রবারই এ ব্যাপারে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে ইন্দ্রানুজের বাবার। তিনি জানান, তাঁর পুত্রের চিকিৎসার খরচ বহন করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাঁকে এমনটাই জানিয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। সেই আশ্বাসের পরে পড়ুয়ারা অবস্থান প্রত্যাহার করেন কি না, আজ নজর থাকবে সেই দিকে। অন্য দিকে, আজই হাসপাতাল থেকে ছাড়া হবে ইন্দ্রানজুকে। গত ১ মার্চ যাদবপুরে এক অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পাল্টা অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন দুই পড়ুয়া। তারই প্রতিবাদে আজ ব্রাত্যের পাড়ায় মিছিল করবে বামেদের ছাত্র সংগঠন এসএফআই।
ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ ঘিরে টানটান পরিস্থিতি
ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে ঘিরে বিশ্ব বাণিজ্যে শোরগোল পড়ে গিয়েছে। আপাতত ট্রাম্পের নিশানায় কানাডা, মেক্সিকো এবং চিন। পারস্পরিক শুল্কনীতিকে ঘিরে এই তিন দেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক টানাপড়েনও শুরু হয়েছে। এরই মধ্যে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর এখনই চড়া হারে শুল্ক চাপাচ্ছে না আমেরিকা। আগামী ২ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে কানাডায় নিজের ১০ বছরের প্রধানমন্ত্রিত্ব এবং মার্কিন শুল্ক হুঁশিয়ারির কথা বলতে গিয়ে বৃহস্পতিবার কেঁদে ফেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্প আবার অভিযোগ তুলেছেন, পুনরায় ভোটে জিততে কানাডার পণ্যে আমেরিকার শুল্ক চাপানোর বিষয়টিকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছেন ট্রুডো। এই কূটনৈতিক টানাপড়েনের দিকেও নজর থাকবে আজ।
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ভারত, নিউ জ়িল্যান্ডের খবর
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আগামিকাল, রবিবার। মহারণে মুখোমুখি ভারত ও নিউ জ়িল্যান্ড। ইতিমধ্যেই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দল। গ্রুপ পর্বের সেই ম্যাচে রোহিত শর্মারা অনায়াসে ৪৪ রানে জিতেছেন। কিন্তু ফাইনালে অন্য লড়াই। কী ভাবে তৈরি হচ্ছে দুই দল? ভারত এবং নিউ জ়িল্যান্ড শিবিরের সব খবর নজরে থাকবে আজ।
আন্তর্জাতিক নারী দিবস, এ রাজ্যেও নানা কর্মসূচি
আজ আন্তর্জাতিক নারী দিবস। গোটা বিশ্বের সঙ্গে পশ্চিমবঙ্গেও নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলও কর্মসূচি ঘোষণা করেছে। তৃণমূল মহিলা কংগ্রেস কলকাতায় মিছিল করবে সংগঠনের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে। আজ দুপুরে রবীন্দ্রসদনে শুরু হয়ে সে মিছিল শেষ হবে ধর্মতলায়। বিজেপি মহিলা মোর্চা নারী দিবস পালন করবে জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে। সংগঠনের রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে দুপুর ২টো নাগাদ সেই কর্মসূচি শুরু হবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
যুবভারতীতে লিগ-শিল্ড পাবে পেত্রাতোসের মোহনবাগান
আইএসএলে লিগ-শিল্ড জয়ী মোহনবাগানের আজ লিগ পর্বে শেষ ম্যাচ। যুবভারতীতে বিপক্ষে এফসি গোয়া। আজই লিগ-শিল্ড দেওয়া হবে মোহনবাগানকে। শেষ ম্যাচে জিতে প্লে-অফে নামতে পারবেন দিমিত্রি পেত্রাতোসেরা? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আইএসএল অভিযান শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের, বিপক্ষে নর্থইস্ট
এ বারের আইএসএলে আজ অভিযান শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের। সুপার সিক্স থেকে ছিটকে যাওয়া লাল-হলুদ শেষ ম্যাচে খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। শিলংয়ে খেলা শুরু বিকেল ৫টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ, খেলবে লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ছ’টি ম্যাচ। রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুলের খেলা। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে। এই ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে। লিভারপুলের সামনে সাদাম্পটন। খেলা রাত ৮:৩০ থেকে। একই সময়ে রয়েছে ক্রিস্টাল প্যালেস-ইপসউইচ, ব্রাইটন-ফুলহ্যাম ম্যাচ। এ ছাড়াও রাতে রয়েছে ব্রেন্টফোর্ড-অ্যাস্টন ভিলা (রাত ১১টা), উলভস-এভার্টন (রাত ১:৩০) ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
লা লিগায় বার্সেলোনার খেলা, রয়েছে চারটি ম্যাচ
স্প্যানিশ লিগে আজ খেলবে বার্সেলোনা। তাদের সামনে ওসাসুনা। খেলা রাত ১:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে সেল্টা ভিগো-লেগানেস (সন্ধ্যা ৬:৩০), আলাভেস-ভিয়া রিয়াল (রাত ৮:৪৫), ভ্যালেন্সিয়া-ভাল্লাদোলিদ (রাত ১১টা) ম্যাচ।