ছবির দৃশ্য
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ নিয়ে দিনকতক আগেই শুরু হয়েছে বিতর্ক। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের দাবি, তাঁর উপন্যাস ‘দিওতিমা’র সঙ্গে ছবির গল্পের অনেক মিল। সে বিষয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন এবং আনন্দ প্লাসের সঙ্গেও কথা বলেন। তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ় এই ধরনের দাবি মানছে না। বরং উইন্ডোজ়ের তরফ থেকে আইনি পদক্ষেপ করা হয়েছে দেবারতির বিরুদ্ধে। সংস্থার তরফে আইনজীবী দেবাঞ্জন মণ্ডল বললেন, ‘‘কেউ মিথ্যে অভিযোগ করলে কনটেস্ট তো করতেই হবে। তাঁর উপন্যাসের সঙ্গে এই ছবির গল্পের কোনও মিল নেই। ছবিটি অরিজিনাল চিত্রনাট্যের উপরেই তৈরি, কারও কপি করে নয়। আমরা মানহানির নোটিস পাঠিয়েছি দেবারতি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার ই-মেল মারফত সেই নোটিস পাঠানো হয়েছে দেবারতিকে, যার মূল্য ১০ কোটি টাকা।’’
কিন্তু নোটিস পাওয়ার কথা অস্বীকার করছেন দেবারতি। অন্য দিকে লেখিকার তরফে আইনজীবী চন্দ্রশেখর বাগ ও অপূর্বরবি ঘোষের কথায়, ‘‘কপিরাইট অ্যাক্টের ভিত্তিতে আমরা ৫০ কোটি টাকার নোটিস পাঠাচ্ছি ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। ছবির গল্পকার হিসেবে যাঁর নাম দেওয়া হয়েছে, অর্থাৎ জিনিয়া সেনের বিরুদ্ধেও মানহানির নোটিস পাঠানো হচ্ছে। কারণ আমার মক্কেলের নাম নিয়ে তিনি ফেসবুকে অসম্মানজনক পোস্ট করেছেন। আমার মক্কেলের মানসিক সুস্থতা কামনা করেছেন সেই পোস্টে।’’
টলিউড থেকে বলিউডে গল্প বা কনসেপ্ট নিয়ে এ ধরনের লড়াই নতুন নয়। আবার কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে আউট অব কোর্ট সেটলমেন্টও হয়ে গিয়েছে। সে কথা তুলতে আইনজীবী দেবাঞ্জন মণ্ডলের বক্তব্য পরিষ্কার, ‘‘আপাতত সে বিষয়ে কিছু ভাবা হচ্ছে না।’’ অন্য দিকে চন্দ্রশেখর বাগও বললেন, ‘‘আউট অব কোর্ট সেটলমেন্টের প্রশ্নই উঠছে না।’’
আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই ন্যায়বিচারের আশায় দু’পক্ষ। পাল্লা ভারী কার দিকে হয়, তা সময়ই বলবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy