দেখা হল না প্রথম সন্তানের সঙ্গে। পাওয়া হল না প্রথম পিতৃত্বের আস্বাদ। শোনা হল না 'বাবা' ডাক। হৃদরোগে আক্রান্ত হয়ে দু'দিন আগেই মারা গিয়েছেন দক্ষিণী তারকা চিরঞ্জিবী সরজা। সিনেমাজগত স্তব্ধ। কান পাতলেই শোনা যাচ্ছে দীর্ঘনিশ্বাসের শব্দ। কী বা বয়স হয়েছিল? মাত্র ৩৯।