‘ক্যাকটাস’ ছবির একটি দৃশ্য।
যিশুখ্রিস্ট সম্পর্কে সাধারণ ধারণা তো সকলেরই রয়েছে। কেউ বা বাইবেল পড়েছেন। ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। কেউ আবার শুনেছেন তাঁর কাহিনি। কিন্তু যিশু সম্পর্কে প্রাতিষ্ঠানিক ধারণা ভাঙতে চেয়েছেন পরিচালক অনীক চৌধুরী। সৌজন্যে তাঁর ছবি ‘ক্যাকটাস’।
“আমার সব সময়ই মনে হয়েছে বাইবেল অনুসারে যিশুর মধ্যে যে সেন্সিবিলিটি দেখানো হয়েছে, তা একজন মহিলার মধ্যে থাকতে পারে। ফলে আমার ছবিতে যিশু একজন মহিলা। দ্য লাস্ট সাপারের কিছু অংশ রয়েছে এখানে। আসলে ভগবান এবং মানুষের মধ্যে যে পার্থক্য সেটার সংযোগ তৈরির চেষ্টা করেছি ছবিতে”— শেয়ার করলেন অনীক।
৯০ মিনিটের এই ছবিতে যিশুর ভূমিকায় অভিনয় করেছেন ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী অপরাজিতা দে। যিশুর জন্মের আগে মাদার মেরির ভূমিকায় দেখা যাবে ঐশানী দে-কে। যিশুর মৃত্যুর পরবর্তী মাদার মেরির ভূমিকায় অভিনয় করেছেন অনুরূপা চক্রবর্তী।
কলকাতায় শুটিং হওয়া এই ছবির স্ক্রিনিং আগামী ২৪ মার্চ হবে ভিয়েনায় রিয়েকটর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। তবে এখনই থিয়েট্রিক্যাল রিলিজের কোনও পরিকল্পনা নেই বলেই জানালেন পরিচালক।
আরও পড়ুন, নিজের সম্পর্কে গসিপ মেগা সিরিয়াল মনে হয়েছিল সন্দীপ্তার!
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy