Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bonny Sengupta

Bonny-Ayushi: কৌশানী তো আছেনই, টাটকা জুটি হিসেবে বনির বিপরীতে আয়ুশীকেই পছন্দ: প্রমিতা

ছবিতে এই দুই অভিনেতা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রজতাভ দত্ত। শ্যুটিং শুরু হবে পয়লা বৈশাখের পরেই। সারা কলকাতা প্রমিতার ক্যামেরায় বন্দি হতে চলেছে। প্রেমের ছবি মানেই এক মুঠো গান। দায়িত্বে কে? প্রমিতা জানিয়েছেন, অনীক ধরের সুরে তিনটি গান থাকবে ছবিতে। বিনোদন দুনিয়ায় যখন রহস্য-রোমাঞ্চ, ভৌতিক ছবি রমরমিয়ে চলছে তখন হঠাৎ প্রেমের অকালবোধন?

বনি-আয়ুশী

বনি-আয়ুশী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৪:০৭
Share: Save:

বাংলা নতুন বছরে কি প্রেম বদলাচ্ছে? টলিপাড়া কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। যেমন, এই সময় নাকি কৌশানী মুখোপাধ্যায়ের বদলে বনি সেনগুপ্তের সঙ্গে ঘনঘন দেখা যাচ্ছে আয়ুশী তালুকদারকে। কোথায় দেখা যাচ্ছে তাঁদের? খবর, ‘আর্চির গ্যালারি’তে। এক্ষুণি তো প্রেমের মরসুম নেই। তা হলে গ্রিটিংস কার্ডের দোকানে কিসের এত যাতায়াত তাঁদের?

আনন্দবাজার অনলাইন যোগাযোগের চেষ্টা করেছিল বনি এবং আয়ুশীর সঙ্গে। কাউকেই পাওয়া যায়নি। বদলে কথা বলেছেন ‘দু’জনে’ আর ‘পায়েস’ খ্যাত পরিচালক প্রমিতা ভট্টাচার্য। তাঁর দাবি, বনি-কৌশানী দেখতে দেখতে সবার চোখ সয়ে গিয়েছে। টাটকা জুটি হিসেবে বনি-আয়ুশী জনপ্রিয়তা পাচ্ছে। তার পরেই ফাঁস, ‘‘নয়ের দশকের প্রেম শহর কলকাতায় আর চোখে পড়ে না। সে ভাবে প্রেমের উদযাপনও যেন নেই! গ্রিটিংস কার্ডের গ্যালারিগুলো ইদানীং শুনশান। দেখে ভাল লাগে না। তাই পর্দায় ফেরত আনার চেষ্টা করছি ওই সময়কে। নতুন ছবি ‘আর্চির গ্যালারি’ দিয়ে।’’ বনি-আয়ুশী জুটির জন্মদাতা রাজা চন্দ। এটি তাঁদের তৃতীয় ছবি। এর আগে রাজা চন্দের ‘আম্রপালী’ ও সায়ন্তন ঘোষালের ‘হীরকগড়ের হীরে’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। ছবিটি মুক্তি পাবে ‘এসসি এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে।

ছবিতে এই দুই অভিনেতা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রজতাভ দত্ত। শ্যুটিং শুরু হবে পয়লা বৈশাখের পরেই। সারা কলকাতা প্রমিতার ক্যামেরায় বন্দি হতে চলেছে। প্রেমের ছবি মানেই এক মুঠো গান। দায়িত্বে কে? প্রমিতা জানিয়েছেন, অনীক ধরের সুরে তিনটি গান থাকবে ছবিতে। বিনোদন দুনিয়ায় যখন রহস্য-রোমাঞ্চ, ভৌতিক ছবি রমরমিয়ে চলছে তখন হঠাৎ প্রেমের অকালবোধন?
পরিচালকের হাসিমাখা বিনীত উত্তর, ‘‘দর্শকদের পাতে সব রকমের পদই রয়েছে। মিষ্টি ছাড়া। মধুরেণ সমাপয়েৎ ছাড়া আয়োজন অসম্পূর্ণ। আমি সেই চেষ্টাই করছি।’’ একই সঙ্গে প্রমিতা নিজেও নয়ের দশকের গ্রিটিংস কার্ডের গ্যালারি, প্রেমের উদযাপনের অভাব অনুভব করেন খুব। তাই বাঙালির বারো মাসের তেরো পার্বণ যাতে প্রেমময় হয়ে ওঠে তারই বার্তা দিতে চলেছেন বনি-আয়ুশীর মাধ্যমে।

অন্য বিষয়গুলি:

Bonny Sengupta Tollywood Ayushi Talukder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy