গত বছর থেকে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। তার পর থেকে কখনও বাড়ির সামনে বা কখনও গাড়িতে ওঠার সময়ে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন আমির ও গৌরী। কিন্তু এ বার স্বেচ্ছায় হাতে হাত রেখে ক্যামেরায় ধরা দিলেন তাঁরা।
শনিবার চিনের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন আমির ও গৌরী। আমিরের পরনে ছিল কালো পাঞ্জাবির সঙ্গে কাজ করা কালো রঙের শাল। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। অন্য দিকে গৌরী বেছে নিয়েছিলেন আকাশি রঙের ফুলছাপ শিফন শাড়ি। তার সঙ্গে পরেছিলেন গলায় ভারী হার ও চোখে চশমা।
গৌরী বেঙ্গালুরু নিবাসী। তাঁর বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা।
২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। তার পরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে।” অন্য দিকে গৌরী বলেছেন, “আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।” নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, ফের কি বিয়ে করবেন আমির? এই বিষয় নিয়ে নাকি এখনও ধন্দে রয়েছেন অভিনেতা।