ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রযোজক হয়েও বলিউড নিয়ে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন কর্ণ জোহর। যেমন তিনি বিশ্বাস করেন বলিউডের অনেকেই ভ্রান্ত ধারণার মধ্যে বাঁচতে ভালবাসেন।
আরও পড়ুন:
ইন্ডাস্ট্রিতে কর্ণ পরিচালিত প্রথম ছবি ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। ছবিটি বক্স অফিসে নজির গড়ে। কিন্তু কর্ণ মনে করেন, ‘মাই নেম ইজ় খান’ ছবিটি পরিচালনার আগে পর্যন্ত তিনি আত্মবিশ্বাসী ছিলেন না। কর্ণ বলেন, ‘‘আমি বুঝতে পারতাম প্রতিভার তুলনায় ভাগ্যই আমার সহায় বেশি হয়েছে।’’ কর্ণ নিজেকে বাস্তববাদী হিসেবেই উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘‘আমি কোনও রকম ভ্রান্ত ধারণার মধ্যে বাঁচতে পছন্দ করি না। ভ্রান্ত ধারণা একটা অসুখ এবং এর কোনও প্রতিষেধক হয় না।’’ এরই সঙ্গে কর্ণ যোগ করেন, ‘‘এর প্রতিষেধক খুঁজে পেলে আমি ইন্ডাস্ট্রির অনেককেই সেটা দিতে চাই। কারণ তাঁরা ভ্রান্ত ধারণা নিয়েই বেঁচে রয়েছেন।’’
কর্ণ জানিয়েছেন, তিনি নিজে সাবধানি হলেও কোনও রকম ভ্রান্ত ধারণায় বিশ্বাসী নন। তিনি বলেন, ‘‘আমার কোন ছবি সফল আর কোনটা নয়, তা নিয়ে আমার ধারণা রয়েছে। বুঝতে পারি না, কেউ কেউ নিজেকেই মিথ্যা বোঝান, নাকি ভুল ধারণায় বিশ্বাস করেন যে তাঁরা অসাধারণ একটা ছবি তৈরি করেছেন!’’ কর্ণ এখন বেশ কিছু ছবি প্রযোজনা নিয়ে ব্যস্ত।