২০২০ সালে মুক্তি পেয়েছিল সিরিজ়ের প্রথম সিজ়ন। তার পর থেকে ‘পঞ্চায়েত’ সিরিজ়টি নিয়ে দর্শকের মধ্যে চর্চা চলছেই। সিরিজ়ের পাঁচ বছর পূর্তি উপলক্ষে নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই ফিরছে সিরিজ়ের চতুর্থ সিজ়ন।
উত্তরপ্রদেশের ফুলেরা গ্রামে পঞ্চায়েত অফিসে নতুন অফিসারকে কেন্দ্র করে তৈরি এই কমেডি শুরু থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। সিরিজ়ে পঞ্চায়েত সচিব অভিষেকের চরিত্রে জিতেন্দ্র কুমারের অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি, এই সিরিজ়ে উল্লেখযোগ্য ভূমিকায় রঘুবীর যাদব, নীনা গুপ্ত রয়েছেন। এই সিরিজ়ের মাধ্যমেই চন্দন রায়, দুর্গেশ কুমার এবং ফয়জ়ল মালিকের মতো অভিনেতাদের চিনেছেন দর্শক।
আরও পড়ুন:
প্রথম সিজ়নে গ্রাম্যজীবনের সঙ্গে অভিষেকের মানিয়ে নেওয়ার লড়াই দর্শকের নজর কাড়ে। দ্বিতীয় সিজ়নে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে অভিষেক নিজেকে অনেকটাই মানিয়ে নেয়। পাশাপাশি, তার জীবনে প্রেমের প্রবেশ ঘটে। তৃতীয় সিজ়ন শেষ হয়েছিল ফুলেরা গ্রামের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে। চতুর্থ সিজ়নে কী চমক থাকে তা জানার অপেক্ষায়।
খবর, আগের বারের চরিত্রদের পাশাপাশি নতুন কিছু চরিত্রকে এ বারের সিজ়নে দেখানো হবে। সেই সঙ্গে গল্পের প্রেক্ষাপট আরও জমজমাট করা হয়েছে। হাসির পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও রয়েছে চিত্রনাট্যে। সম্প্রতি জিতেন্দ্র একটি ভিডিয়ো পোস্ট করে নতুন সিজ়নের ঘোষণা করেছেন। আগামী ২ জুলাই থেকে দেখা যাবে নতুন সিজ়ন।