Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Big Boss ott

‘বিগ বস্‌’-এ সলমনের জায়গা দখল করেছেন তিনি! সত্য কী? ‘অভিযোগ’-এর উত্তর দিলেন অনিল নিজেই

‘বিগ বস্‌ ওটিটি’র তৃতীয় সিজ়নের সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন অনিল কপূর। তিনি সলমনের জায়গা কেড়ে নিয়েছেন বলে চর্চাও শুরু হয়েছে।

Bollywood actor Anil Kapoor speaks about Salman Khan before the launch of Big boss ott season 3

অনিল কপূর-সলমন খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ১৬:৩৫
Share: Save:

রিয়্যালিটি শো ‘বিগ বস্‌ ওটিটি’র সঞ্চালনা করবেন অনিল কপূর। তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নড়েচড়ে বসেছেন সলমন খানের অনুরাগীরা। কারণ, তাঁদের কাছে ‘বিগ বস্‌’ ও ভাইজান যেন সমার্থক। তাই সঞ্চালক হিসেবে অনিলের নাম প্রকাশ্যে আসার পর গুঞ্জন ছড়িয়েছিল, ভাইজানের পরিবর্ত হিসেবে নির্মাতারা অনিলকে নির্বাচন করেছেন।

সমাজমাধ্যমে সম্প্রতি এই নিয়ে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন অনিল। বলিউডের অনেকেই জানেন, অনিল ও সলমন দীর্ঘ দিনের বন্ধু। ‘নো এন্ট্রি’, ‘রেস ৩’, ‘বিবি নম্বর ওয়ান’ও ‘যুবরাজ’-এর মতো একাধিক ছবিতে তাঁরা এক সঙ্গে কাজ করেছেন। অনিল বলেন, ‘‘অনেকেই আমাকে এই প্রশ্ন করছেন। কিন্তু সলমনের কোনও ‘পরিবর্ত’ হয় না।’’

‘বিগ বস্‌ ওটিটি’র প্রস্তাব গ্রহণ করার বিষয়টিও স্পষ্ট করেন অনিল। তিনি জানান, পুরো বিষয়টাই তিনি আগে ভাইজানের সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন। অনিলের কথায়, ‘‘বিষয়টা নিয়ে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। আর আমি যে একটা নন ফিকশনের প্রস্তাব গ্রহণ করেছি, সেটা জেনে ও অত্যন্ত খুশি হয়েছিল।’’

ইন্ডাস্ট্রিতে অনেক সময়েই কারও কোনও সুযোগ হাতছাড়া হলে বা কেউ কারও পরিবর্ত হিসেবে কাজ করলে তা নিয়ে গুঞ্জন শুরু হয়। এই প্রসঙ্গে অনিল জানান, সম্প্রতি একটি কাজে তাঁর পরিবর্তে অন্য কাউকে নেওয়া হয়েছে। অনিল আরও বলেন, ‘‘কখনও কেউ কোনও কারণে কাজটা করতে পারেন না। আমার জায়গায় যেমন অনেকে কাজ করেছেন, আবার আমিও হয়তো বহু মানুষের পরিবর্তে নির্বাচিত হয়েছি।’’ অভিনয় একটা পেশা এবং সেখানে এ রকম ঘটনা ঘটতেই পারে বলে মনে করেন অনিল। তাঁর কথায়, ‘‘কাজটা সততা এবং মনোযোগ সহকারে করা হচ্ছে কি না, সেটাই সবচেয়ে বড় কথা।’’

‘বিগ বস্‌ ওটিটি’র প্রথম সিজ়নের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। দ্বিতীয়টি সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন সলমন নিজে। তবে এ বার তাঁর পরিবর্তে এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন অনিল।

অন্য বিষয়গুলি:

Bigg Boss OTT Bigg Boss Salman Khan Anil Kapoor TV reality show
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy