গত বছর খবর ছড়িয়েছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। তবে নিজেরাই সেই জল্পনায় জল ঢেলেছেন বচ্চন দম্পতি। দিব্যি আছেন তাঁরা। অনুরাগীদের ধারণা, আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে থেকেই ফের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন অভিষেক-ঐশ্বর্যা। তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়াই দেননি তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, কন্যা আরাধ্যার বড় প্রভাব রয়েছে তাঁর জীবনে। এমনকি কাজের জগতেও মেয়ের বড় প্রভাব রয়েছে।
সম্প্রতি ‘বি হ্যাপি’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন অভিষেক। এই ছবিতে একাকি পিতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কন্যার সঙ্গে পিতার সমীকরণ তুলে ধরা হয়েছে ছবিতে। এখানেই আরাধ্যার সঙ্গে তাঁর সম্পর্ক বড় ভূমিকা পালন করেছে। অভিষেক বলেছেন, “বাস্তবের সঙ্গে যোগ তৈরি করা গেলে, ছবির চরিত্র আরও ভাল করে ফুটিয়ে তোলা আরও সহজ হয়ে ওঠে। বাস্তবের অভিজ্ঞতা থেকে আবেগ ফুটিয়ে তোলা সহজ।”
আরও পড়ুন:
আরাধ্যার বয়স এখন ১৩। এমনই বয়সের এক কিশোরীর পিতার চরিত্রে দেখা যাবে অভিষেক। জুনিয়র বচ্চন এই প্রসঙ্গে বলেছেন, “অভিনেতা হিসেবে আমরা সবাই সব সময়ে ব্যক্তিগত জীবনের সঙ্গে যোগ খোঁজার চেষ্টা করি। বাস্তবের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে ফেলে, অভিনয় আরও সহজ হয়ে ওঠে। নিখুঁত ভাবে চরিত্রটি ফুটিয়ে তোলা যায়।
এই ছবিতে অভিষেকের কন্যার চরিত্রে অভিনয় করেছেন ইনায়ত বর্মা। ‘লুডো’ ছবিতেও অভিষেকের কন্যার চরিত্রে অভিনয় করেছিল ইনায়ত। এ ছাড়াও এই ছবিতেও রয়েছেন নোরা ফতেহি, হরলিন শেঠি, জনি লিভারও।