বয়স সংখ্যা মাত্র। প্রমাণ করে দিয়েছেন আমির খান। তিনি ৬০ বছর পূর্ণ করেছেন সম্প্রতি। সেই জন্মদিনেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বলি তারকা। আমিরের প্রেম নিয়ে এই মুহূর্তে বলিপাড়ায় চর্চা তুঙ্গে। অভিনেতা নিজেই জানিয়েছেন, ইতিমধ্যেই পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়েছেন। অভিনেতার বোন নিখাত খানের সঙ্গেও দেখা হয়েছে গৌরীর। তিনি মানুষ হিসাবে ঠিক কেমন, সাক্ষাৎকারে জানিয়েছেন নিখাত।
বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী। তবে এই মুহূর্তে তিনি মুম্বই শহরেই আমিরের সঙ্গে একত্রবাস করছেন। গৌরীর সম্পর্কে নিখাত বলেছেন, “আমরা আমির ও গৌরী দু’জনের জন্যই খুব খুশি। গৌরী মানুষ হিসেবে খুবই ভাল। আমরা চাই, সারা জীবন যেন ওরা একসঙ্গে সুখে থাকে।”
আমিরের সঙ্গে গৌরীর প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনও যোগাযোগ ছিল না তাঁদের। দুই বছর আগে ফের তাঁদের দেখা হয়। তার পর শুরু প্রেম। আমিরের বোনের সঙ্গে গৌরীর প্রথম সাক্ষাৎ কেমন ছিল? নিখাত বলেন, “মুম্বইতেই কয়েক বছর আগে আমাদের দেখা হয়েছিল।” গৌরীকে প্রথম বার দেখেই মুগ্ধ হয়েছিলেন নিখাতও।
আরও পড়ুন:
২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। তার পরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে।” অন্য দিকে গৌরী বলেছেন, “আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।” নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, ফের কি বিয়ে করবেন আমির? এই বিষয় নিয়ে নাকি এখনও ধন্দে রয়েছেন অভিনেতা।